চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনি ব্যাট হাতে ক্রিজে থাকলে বিপক্ষ দল সবসময় চাপে থাকে। উইকেটরক্ষক হিসেবে তাঁর অভাব পূরণ করাও কঠিন। এমনই জানালেন চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা সুরেশ রায়না। গতকাল আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক হিসেবে ধোনি না থাকলেও আমাদের সমস্যা হয় না। কিন্তু ব্যাটসম্যান ধোনি না থাকলে আমাদের কাজ কঠিন হয়ে যায়। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আমাদের সেই সমস্যাই হয়। ধোনি যখন ক্রিজে আসে, তখন ও বিপক্ষ দলের উপর চাপ তৈরি করে। ও দলে না থাকলে আমরা পার্থক্যটা বুঝতে পারি।’

জ্বর ও পিঠে ব্যথার জন্য এবারের আইপিএল-এ দু’টি ম্যাচ খেলতে পারেননি ধোনি। হায়দরাবাদ ও মুম্বইয়ের বিরুদ্ধে সেই দু’টি ম্যাচেই হেরে যায় চেন্নাই। সে কথা উল্লেখ করেই দলে ধোনির গুরুত্ব বুঝিয়েছেন রায়না। তিনি আরও জানিয়েছেন, ধোনি যতদিন চাইবেন চেন্নাইয়ের হয়ে খেলবেন।