গ্যালারিতে দর্শকদের উপদ্রব, মাঠেই একটু ঘুমিয়ে নিলেন ধোনি
হার্দিক নামে এক পেজে লেখা হয়েছে, ‘তোমরা লড়াই কর, আমি একটু ঘুমিয়ে নিই’।
আর একটি পেজে লেখা হয়েছে, ‘যখন মা বলেন, স্টেশন থেকে আত্মীয়দের নিয়ে এসো’।
অন্য একটি পেজে লেখা হয়েছে, ‘সুনীল শেঠ্ঠি ধোনিকে শেখাচ্ছেন—ধরিত্রী আমার মা’।
মাঠে ধোনির এই শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ম্যাচ শুরু হওয়ার জন্য যখন শ্রীলঙ্কার খেলোয়াড়রা অপেক্ষা করছিলেন, তখন ধোনি নিজেকে এভাবেই একটু বিশ্রাম দিলেন।
গ্যালারিতে দর্শকরা যখন উপদ্রব করছে, তখন ধোনি মাঠেই শুয়ে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলেন।
দর্শকদের বিক্ষোভ যখন চলছে তখন কিন্তু একজন একেবারেই শান্ত ছিলেন। হ্যাঁ, তিনি ‘ক্যাপ্টেন কুল’- মহেন্দ্র সিংহ ধোনি।
উল্লেখ্য, ১৯৯৬-এ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের সময়ই ইডেনে একই ধরনের ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়।
ম্যাচ ফের শুরু করার আগে গ্যালারির কিছু অংশ থেকে দর্শকদের হঠাতে নিরাপত্তা পুলিশকে ডাকা হয়।
কিন্তু দর্শকদের উগ্র বিক্ষোভের কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে হয়। কেননা, দর্শকরা তখন মাঠে বোতল ছুঁড়ছিল।
রোহিত শর্মা ১২২ ও ধোনি ৬১ রানে ব্যাটিং করছিলেন। খেলোয়াড়দের মাঠে রেখেই কিছুক্ষণ দর্শকদের শান্ত করার চেষ্টা করা হয়। তখন ধোনি ও রোহিত মাঠেই বসে পড়েন।
খেলা বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪৪ ওভারে ২১০ রান। জয়ের জন্য দরকার ছিল আট রান।
আম্পায়াররা প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ রাখেন।
শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে হারিয়ে একদিনের সিরিজে জয়ী হয়েছে। কিন্তু গতকালের ম্যাচ চলাকালে দর্শকদের বিক্ষোভের কারণে খেলা বেশ খানিকটা সময় বন্ধ রাখতে হয়।
ধোনির ফ্যান ক্লাব নামে এক পেজে লেখা হয়েছে, ‘আমার বিকল্প খুঁজে পেলে আমাকে জাগিয়ে দিও’।