নয়াদিল্লি: ভয়াবহ দূষণকে অগ্রাহ্য করে দিল্লিতে ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচকে সবুজ সঙ্কেত দেওয়ার জন্য বিসিসিআইকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
দীপাবলির পর রাজধানী দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স(একিউআই) বা বাতাসের গুণমান সূচক ৪০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ৪০০-র ওপর হওয়াটাই ভয়াবহ। স্বাস্থ্যের পক্ষে যা চূড়ান্ত ক্ষতিকারক।
বৃহস্পতিবার, এই বিষয়টিকে হাতিয়ার করে টুইটারে দিয়া লেখেন, এটা দুর্বোধ্য যে দিল্লির একিউআই ৪১২ হওয়া সত্ত্বেও বিসিসিআই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বিপদকে উপেক্ষা করা এবং দূষণের মুখে নিজেদের ফেলে দেওয়ার জন্যই আজ আমাদের দ্রুত সমাধান কার্যকর করার ক্ষমতা খর্ব হচ্ছে।





এর আগে, বুধবারও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, একটা ক্রিকেট ম্যাচের চেয়ে দূষণ অনেক বড় বিষয়। দিল্লিতে বসবাসকারী মানুষের উচিত দূষণের মাত্রা নিয়ে বেশি ভাবনাচিন্তা করা।
কিন্তু, বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, আগামী ৩ নভেম্বর দিল্লিতে যে টি-২০ ম্যাচ হওয়ার কথা ভারত ও বাংলাদেশের মধ্যে, তা পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী হবে। প্রসঙ্গত, তিন-ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে রাজকোটে ৭ নভেম্বর। তৃতী তথা শেষ টি-২০ ম্যাচ হবে নাগপুরে ১০ নভেম্বর।