কলম্বো: কোভিড বিধি ভেঙে নির্বাসনের মুখে পড়লেন ৩ শ্রীলঙ্কার ক্রিকেটার। তাঁরা হলেন নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুণথিলকা ও কুশল মেন্ডিস। ১ বছরের জন্য এই তিন লঙ্কা ক্রিকেটারকে নির্বাসিত করা হল। একই সঙ্গে ১০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপিও আর্থিক জরিমানা করা হয়েছে তাঁদের। 


গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল শ্রীলঙ্কা দল। সেখানেই এই তিন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে ভেঙে ফেলেন। এমনকী বাইরেও ঘুরতে বেরিয়েছিলেন। ডারহামের একটি রাস্তায় তিন লঙ্কা ক্রিকেটারকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। যার জন্য সিরিজের মাঝপথেই এই তিনজনকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। 


বৃহস্পতিবার প্রথমে লঙ্কা ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির এক বৈঠকে ঠিক করা হয়েছিল ২ বছরের জন্য নির্বাসিত করা হবে মেন্ডিস ও গুণথিলকাকে। আর ১৮ মাসের জন্য নির্বাসিত করা হবে ডিকেওয়েলাকে। কিন্ত পরে যদিও সেই সিদ্ধান্ত বদল করা হয়। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই তিন ক্রিকেটারকে ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ও ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত করা হবে। 


মোট তিনটি অভিযোগে এই তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হল। সেগুলো হল ১. কোভিড বিধি ভেঙে যাবতীয় নির্দেশিকা অমান্য করে ও টিম ম্যানেজমেন্টের নির্দেশ অমান্য করে বেরোনো। ২. হোটেলর রুমে ঢোকার জন্য রাত ১০.৩০ যে নিয়ম রাখা হয়েছিল, তা না মানা। ৩. দেশ ও ক্রিকেট বোর্ডেক অপমানের মুখে ফেলা, অসম্মানিত করা। 


উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট আবার শুরু হলেও এরইমধ্যে একের পর এক সিরিজে করোনা আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতেই সীমিত ওভারের সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রুণাল পাণ্ড্য়। আবার শুক্রবারই করোনা আক্রান্ত হয়েছেন যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম। দলের তরফ থেকে বারবার সতর্ক করে দেওয়া হলেও ক্রিকেটাররা এখনও সাবধান হচ্ছেন না। ঠিক যেমন হননি লঙ্কা দলের এই ৩ ক্রিকেটার।