খড়্গপুর: গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার দিন ঘোষণা করল IIT খড়্গপুর। আগামী ফেব্রুয়ারিতেই হতে চলেছে এই পরীক্ষা।
এপ্রসঙ্গে খড়্গপুর আইআইটির ডিরেক্টর ভিকে তিওয়ারি বলেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন দু'টি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছে আইআইটি। এই দু'টি বিষয় হল জিওম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং।'
তিওয়ারির মতে, এই নতুন দুটি বিষয় সরাসরি আইআইটি স্নাতকদের সুবিধা করে দেবে। বর্তমানে দেশে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ লোকের প্রয়োজন। যাদের জিও ইনফরমেটিক্সের সঙ্গে এই শিল্পের বিষয়ে জ্ঞান থাকবে, তাঁরা সহজেই শিপ বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন।
এই বলেই অবশ্য থেমে থাকেননি খড়্গপুর আইআইটি-র অধিকর্তা। তিনি বলেন, 'GATE পরীক্ষার এখনও একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ও এখনও ভারতের পড়ুয়াকে নেওয়ার সময় তাদের GATE-এর স্কোর দেখে।'
আইআইটি খড়্গপুরের অফিশিয়াল প্রেস রিলিজ বলছে, ফেব্রুয়ারির ৫, ৬, ১২ ও ১৩ তারিখে হবে এই পরীক্ষা। পরীক্ষার বিষয়ে বিশদে জানতে iitkgp.ac.in ওয়েবসাইটে লগ-ইন করতে হবে পরীক্ষার্থীদের।
সূত্রের খবর, শীঘ্রই ২০২২ সালের GATE পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র প্রকাশ করবে আইআইটি খড়্গপুর। কম্পিউটার বেস মোডে হবে এই পরীক্ষা।
সব মিলিয়ে ১৮০ মিনিটের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই ১৯৫টি সেন্টারকে বাছা হয়েছে। যেখানে ২০২২ সালের প্রবেশিকায় বসবেন পরীক্ষার্থীরা।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, করোনার জেরে গত ২ বছর ধরে স্থগিত রাখতে হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। লকডাউন বা সংক্রমণ বৃদ্ধির ফলে পরীক্ষার দিন পিছোতে হয়েছে প্রতিষ্ঠানগুলিকে। যার জেরে শিক্ষাবর্ষ পিছিয়ে গিয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের।
তবে করোনার ভ্যাকসিন আসার পর থেকেই একে একে স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি। বহু প্রতিষ্ঠানই নতুন করে প্রবেশিকা চালু করেছে। ইতিমধ্যেই স্কুল চালুর কথা ভাবছে সরকার। মনোবিদরা বলছেন, অনলাইন ক্লাসে সিলেবাস শেষ হলেও খামতি থেকে যাচ্ছে শিশুদের মানসিক বিকাশে। সমাজ স্বাভাবিক ছন্দে ফিরলেই ফের সেই অনুভূতি ফিরে পাবে তারা।
Education Loan Information:
Calculate Education Loan EMI