আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেওয়ার পর কী কেঁদে ফেলেছিলেন ওয়াটসন?
কিন্তু এটা স্পষ্ট নয় যে, সত্যিই ওয়াটসন কেঁদেছিলেন কিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর ইমরান তাহিরকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরেছিলেন ওয়াটসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়েছে যে, চেন্নাইকে জয়ে এনে দেওয়ার পর কেঁদে ফেলেছিলেন ওয়াটসন।
জয়ের পর চেন্নাইয়ের খেলোয়াড়রা ছুটে এসে ওয়াটসন ও রায়ডুকে জড়িয়ে ধরেন। তখন কিছুটা আবেহবিহ্বল হয়ে ওঠেন ওয়াটসন।
এই মরশুমে দুটি সেঞ্চুরি ও সম সংখ্যক হাফসেঞ্চুরি করেছেন ওয়াটসন।তাঁর মোট রান ৫৫৫।
৩৬ বছরের ওয়াটসন এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন।
চেন্নাইয়ের অন্য ফর্মে থাকা ব্যাটসম্যান অম্বাতি রায়ডু চার মেরে দলকে জয় এনে দেন। এরপরই উল্লাসে ফেটে পড়েন তিনি। সুরেশ রায়না (২৪ বলে ৩২ রান)-র সঙ্গে ওয়াটসনের ১১৭ রানের পার্টনারশিপ চেন্নাইয়ের জয়ের পথ প্রশ্বস্ত করে।
কেন উইলিয়ামসনের ৩৬ বলে ৪৭ এবং ইউসুফ পাঠানের ২৫ বলে অপরাজিত ৪৫ রানে ভর করে চেন্নাই করে ছয় উইকেটে ১৭৮ রান।
অস্ট্রেলিয় ক্রিকেটার ওয়াটসন ১১ বাউন্ডারি ও আটটি ছয়ের সাহায্যে এই মরশুমে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি করেন ওয়াটসন। চেন্নাই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৮.৩ ওভারে।
২০১৩-তে স্পট ফিক্সিংকাণ্ডে দু বছরের নির্বাসন কাটিয়ে এবার আইপিএলে ফিরিছে চেন্নাই। ওয়াটসনের ৫৭ বলে ১১৭ রানের দাপটে গতকাল চেন্নাই সানরাইজার্সকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল। প্রত্যাবর্তনেই ট্রফি জয় চেন্নাই দলের কাছে অত্যন্ত মধুর।
গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা স্বপ্নের দৌড় শেষ হল চেন্নাই সুপার কিংসের। আইপিএলে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হল তারা। ব্যাট করতে নেমে শেন ওয়াটসন প্রায় একার হাতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিলেন ফাইনালে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -