প্যারিস: টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারেননি বটে, তবে দিদিয়ের দেশঁ (Didier Deschamps) ফ্রান্সকে (France Football Team) টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বটে। ফ্রান্স কোচ হিসাবে তাঁর সাফল্য ঈর্ষণীয়। তবে বিশ্বকাপের পরেই দেশঁর চুক্তি শেষ হয়ে গিয়েছিল। ফ্রান্সের পরবর্তী কোচ হিসাবে জিনেদিন জিদানকে দেখা যেতে পারে বলেও অনেক মহলে জল্পনা শোনা যাচ্ছিল। তবে জিদান নয়, সেই দেশঁতেই নিজেদের আস্থা রাখল ফ্রান্স ফুটবল ফেডারেশন। 


দেশঁর নতুন চুক্তি


২০২৬ সাল পর্যন্ত ফ্রান্স দলের কোচ হিসাবে দেশঁকেই দেখা যাবে। আজই নতুন চুক্তি সই করলেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক তথা কোচ। ফ্রান্স ফুটবল ফেডারেশেনের তরফে দেশঁর চুক্তি বাড়ানোর ঘোষণা করে জানানো হয়, 'ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রান্ট খুবই খুশির সঙ্গে ঘোষণা করছে যে দিদিয়ের দেশঁ ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের পদে থাকার চুক্তি স্বাক্ষর করেছেন।'


 






দেশঁর অধীনে ২০১৮ সালের বিশ্বকাপ জয় ছাড়াও ফ্রান্স দল ২০২১ সালের নেশনস লিগ জিতেছিল। ২০১৬ সালে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিল ফ্রান্স। তাই ফ্রান্স ফেডারেশন কেন দেশঁর চুক্তি বাড়াল, তা বোঝা খুব একটা কঠিন নয়। বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। প্রসঙ্গত, দেশঁর পাশাপাশি তাঁর সহকারী কোচ গাই স্টিফেন, গোলকিপার কোচ ফ্রাঙ্ক রাবিও, এবং ট্রেনার সাইরিলও ফ্রান্স জাতীয় দলের হয়ে নিজেদের কাজ চালিয়ে যাবেন।


মহাকাশে মার্তিনেজ


আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ে এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez) ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বিশ্বকাপ ফাইনালের পেনাল্টি শ্যুট আউটে দুরন্ত সেভ করে ইতিহাসের পাতায় চিরকালের জন্য নাম তুলে নিয়েছেন মার্তিনেজ। এবার স্যাটেলাটেও আর্জেন্তাইন গোলরক্ষক। ইলন মাস্কের (Elon Musk) স্পেস এক্স কোম্পানি মহাকাশে দিবু (এমিলিয়ানোর ডাকনাম) মার্তিনেজ নামক একটি স্যাটেলাইট লঞ্চ করেছে।


এই সপ্তাহের শুরুতেই আর্জেন্তাই স্যাটেলাইট কোম্পানি ইনোভা স্পেস জানিয়েছিল যে এই জানুয়ারিতেই দুইটি নতুন পিকোস্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। সেইমতোই দিবু মার্তিনেজ ও জুয়ানা আজুরদুই নামে দুইটি স্যাটেলাইটও পাঠানো হয়েছে। এই দুইটি স্যাটেলাইটও মহাকাশে এই কোম্পানির প্রথম স্যাটেলাইট জেনারেল স্যান মার্টিনের সঙ্গে যোগ দেবে। গত বছরের জানুয়ারি মাসেই স্যান মার্টিনকে মহাকাশে পাঠানো হয়েছিল।


আরও পড়ুন: সাম্রাজ্যের ইতি, কোর্টকে বিদায় ভারতের টেনিস রানি সানিয়ার