নয়াদিল্লি: ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার দিলেন সিলমোহর। চোট-আঘাত খারাপ ছন্দ ভোগাচ্ছিল দীর্ঘদিন। এবাার একেবারে টেনিস কোর্টকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা। আগামী মাসেই দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপই হতে চলেছ ভারতীয় টেনিস রানির দীর্ঘ কেরিয়ারের শেষ প্রতিযোগিতা। অবসর নিচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। ১৯ ফেব্রুয়ারি থেকে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।
সানিয়া মির্জার অবসর ঘোষণা: এর আগে গত বছর ইউএস ওপেন খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন হায়দরাবাদের টেনিস আইকন। পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করেন। অবসরের কথা ঘোষণা করে সানিয়া জানিয়েছেন, "ঠিক করেছিলাম ইউএস ওপেন খেলেই অবসর নেব। কিন্তু চোটের কারণে সেটা সম্ভব হয়নি। ইউএস ওপেনের আগেই ডান কনুইয়ে আঘাত পাই। চোটের কারণে অবসর নিতে চাইনি। আর সত্যি কথা বলতে আমি নিজের ইচ্ছে অনুযায়ী করি। তাই অবসর নেওয়ার জন্য দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপকেই বেছে নিলাম। ৩৬ বছর বয়স হয়েছে। শরীর আর ধকল নিতে পারছে না। মানসিক ভাবেও আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।''
ফিরে দেখা সানিয়ার কেরিয়ার: এখন বিশ্বের ৬৮ নম্বর খেলোয়াড় সানিয়া। তিনি একসময় ডাবলসে বিশ্বের এক নম্বর ছিলেন। সিঙ্গলসে তাঁর কেরিয়ারের সেরা অবস্থান ২৭ নম্বর। একবার ডাবলসে ও একবার মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া ডাবলসে একবার উইম্বলডন ও একবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। মিক্সড ডাবলসে একবার ফ্রেঞ্চ ওপেন ও একবার ইউএস ওপেন চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।
মাতৃত্বের দায়িত্ব নিতে নিজের প্রথম ভা্লবাসা তথা টেনিস থেকে বেশ কিছুটা দূর থাকতে হয়েছিল। যদিও ছেলে একটু বড় হতেই কোর্টে কামব্যাক সানিয়ার। দাপুটে চেনা টেনিসের পাশাপাশি ব্যক্তি সানিয়ার এক নতুন রূপ দেখেছে টেনিস বিশ্ব। প্রায় প্রত্যোক প্রতিযোগিতাতেই গ্যালারিতে থাকত ছোট ছেলের বড় সমর্থন সঙ্গী করে দুর্দান্ত টেনিস উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন: IND vs SL 3rd T20: সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?