বুয়েনস আয়ার্স: ব্যক্তিগত চিকিৎসকের গাফিলতিতেই কি প্রাণ হারাতে হয়েছে দিয়েগো আর্মান্দো মারাদোনাকে? আর্জেন্টাইন কিংবদন্তির মেয়েদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে যা নিয়ে তদন্ত। বুয়েনস আয়ার্সের স্থানীয় পুলিশ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে হানা দিয়ে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিও।
গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র। যে শোকের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বফুটবল। যার মাঝেই মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ আনেন মারাদোনার তিন মেয়ে ডালমা, জিয়ান্না ও জানা। ঠিকমতো চিকিৎসা ঠিকমতো হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
এমনকি মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরিয়া অভিযোগ করেছিলেন, আপদকালীন ফোন পেলেও মারাদোনার বাড়িতে পৌঁছতে আধ ঘণ্টার বেশি সময় নেয় অ্যাম্বুলেন্স। যে দুইয়ের ভিত্তিতে মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তিতে তল্লাশি চালাতে অনুমতি দিয়েছে স্থানীয় বিচারবিভাগ।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগের জেরে মারাদোনার মৃত্যু হয়েছে জানানো হলেও এমন গুরুতর অভিযোগ পেয়ে তদন্তে নামে বুয়েনস আয়ার্স পুলিশ। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো ছাড়াও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দীও নথিভুক্ত করেছে তারা।
চলতি মাসের শুরুতেই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মারাদোনা। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে ধরা পড়ায় হয় দ্রুত অস্ত্রোপচারও। সফল অস্ত্রোপচারের কিছুদিন পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাড়ি ফিরেছিলেন তিনি। যে সময় থেকেই মারাদোনা ছিলেন লিওপান্ডোর তত্ত্বাবধানে।
সফল অস্ত্রোপচারের পর লিওপান্ডোর সঙ্গে মারাদোনার হাসিমুখে ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হঠাৎই তিনি তদন্তে জড়িয়ে পড়ায় লিওপান্ডো জানিয়েছেন, পুলিশ বাড়িয়ে আসায় অবাক হয়েছি। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এর আগে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরও তাঁর চিকিৎসকের বিরুদ্ধে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল।
Maradona Death Probe: গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার! তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2020 10:56 AM (IST)
বুয়েনস আয়ার্সের স্থানীয় পুলিশ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপান্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে হানা দিয়ে শুরু করেছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথিও।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -