বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। প্রথম দিকে একটু ধীর গতিতে খেললেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দুর্দান্ত খেলেছেন প্রাক্তন অধিনায়ক ও টিমের উইকেট কিপার মহেন্দ্র সিংহ ধোনি। উল্টোদিকে কোহলি তর্কাতীতভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান, তবে মাঠের মধ্যে ধোনির তুখোড় ক্রিকেট মস্তিষ্কের সাহায্য বরাবর পেয়েছেন তিনি। একইভাবে ধোনির ফর্ম যখন বিশেষ ভাল ছিল না, তখনও কোহলি প্রকৃত অধিনায়কের মতই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
বিশ্বকাপের গ্রুপ লিগে ভারতের পয়েন্ট সংগ্রহ এই মুহূর্তে ১২৩, ইংল্যান্ডের ১২২, তারা রয়েছে ২ নম্বরে। আগামীকাল ভারত-ইংল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক হয়ে যাবে, কোন দন পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে। ভারতের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত, আর মাত্র একটি ম্যাচে জয় পেলেই নিজেদের আসন চূড়ান্ত করবে তারা।