ঢাকা: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ওমানকে ১১-০ গোলে হারিয়ে দিল ভারত। হ্যাটট্রিক করেছেন নীলম সঞ্জীপ জেস, দিলপ্রীত সিংহ এবং ইবুঙ্গো সিংহ কোঞ্জেঙ্গবাম। অন্য দুটি গোল করেছেন অভিষেক ও শিবম আনন্দ। ম্যাচের সেরা হয়েছেন দিলপ্রীত।
গতকাল এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪-৫ গোলে হেরে গিয়েছিল ভারত। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। এই বিশাল জয়ে যেমন আত্মবিশ্বাস বাড়ল, তেমনই এই প্রতিযোগিতায় টিকেও থাকল বিজে কারিয়াপ্পার দল।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ওমানকে ১১ গোল ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2016 06:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -