কলকাতা: জামশেদপুর এফসি-কে হারানোর পর এবার সবুজ-মেরুন বাহিনির লক্ষ্য ডার্বি-জয়। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।


আর সেই ম্যাচের আগে উত্তেজনায় ফুটছেন মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস (Dimiri Petratos)। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তিন গোলে জেতা ম্যাচের সাত মিনিটের মধ্যেই গোল করে প্রথমে দলকে এগিয়ে দিয়েছিলেন পেত্রাতোসই। এই নিয়ে চলতি লিগে সাত গোল হয়ে গেল তাঁর।


ডার্বির আগে আইএসএলের ওয়েবসাইটে পেত্রাতোস বলেছেন, 'জামশেদপুরের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি, তাই গোল পেয়েছি। শুরু থেকেই আমরা তৈরি ছিলাম। ম্যাচের আগে প্রস্তুতির জন্য কয়েক দিন সময় পেয়েছিলাম। এই ম্যাচে সবাই ভাল পারফরম্যান্স দেখিয়েছে।'


দলের তিন স্ট্রাইকারই গোল পাওয়ায় খুশি পেত্রাতোস। বলেছেন, 'আক্রমণের তিন খেলোয়াড়ই গোল পেয়েছে, এটা দারুণ ব্যাপার। কে আগে গোল করেছে বা কে পরে করেছে, সেটা বড় কথা নয়। যে কোনও গোলই মূল্যবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই তিনটে গোল আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে।'


সপ্তাহ খানেক পরেই হয়তো কলকাতা ডার্বি। যদিও ম্যাচটি কলকাতা থেকে সরে যেতে পারে ভুবনেশ্বরে। ১০ মার্চ ব্রিগেড সমাবেশের জন্য নিরাপত্তা দিতে পারবে না বলে ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে ফুটবলারদের ডার্বির মানসিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গত মাসে ডার্বিতে ২-২ হওয়ায় হতাশ হয়েছিলেন। এ বার পেত্রাতোসরা চান একটা ফয়সালা হোক এই ম্যাচের। গত ডার্বির অন্যতম গোলদাতা বলেছেন, 'ডার্বি সব সময়ই খেলতে ভাল লাগে। প্রচুর সমর্থক স্টেডিয়ামে আসেন, আমাদের পক্ষে যা খুবই ভাল। এখন আমাদের ফের নিজেদের তরতাজা করে তুলতে হবে এবং ডার্বির প্রস্তুতিতে মনোনিবেশ করতে হবে। ওই ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে হবে আমাদের।'


শুক্রবার ম্যাচের পর অবশ্য ডার্বি নিয়ে বিশেষ আগ্রহ দেখাননি দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, 'এখন পর্যন্ত পরের ম্যাচ নিয়ে ভাবার সময় পাইনি। ডার্বিতে অন্য ম্যাচ, অন্য প্রতিপক্ষ। আমরা এখন এই ম্যাচের জয় উপভোগ করতে চাই। পরের ম্যাচ নিয়ে পরের সপ্তাহে ভাবা যাবে।' সবুজ-মেরুন শিবিরে ডার্বির আসল প্রস্তুতি শুরু হবে সোমবার থেকে। তবে সবুজ-মেরুন শিবিরে খারাপ খবর, এই ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না মিডফিল্ডার দীপক টাঙরি। (তথ্যসূত্র - ISL মিডিয়া)


আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে