রাওয়ালপিণ্ডি: ক্রিকেট মাঠে তিনি ছিলেন ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। তাঁর বলের গতির জন্য বলা হতো, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। সেই শোয়েব আখতারের (Shoaib Akhtar) ঘর আলো করে এল কন্যাসন্তান। ৪৮ বছর বয়সে তৃতীয়বারের জন্য বাবা হলেন শোয়েব। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি শেয়ার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্টবোলার।
সেই ছবিতে আখতারকে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে বসে আছেন। বিরাট কোহলি যেমন সন্তানদের ছবি ছড়িয়ে পড়ুক, চান না। সেই কারণে ভামিকার মুখের ছবি নিজে কখনও পোস্ট করেননি। সব সময়ই মেয়ের মুখের ওপর ইমোজি বসিয়ে পোস্ট করেন। সদ্যোজাত পুত্রসন্তান অকায়ের ছবিও পোস্ট করেননি বিরাট। কিন্তু শোয়েব মেয়ের ছবি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
শোয়েব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মিকায়েল ও মুজাদিদের এবার একটা ছোট্ট বোন হল। ঈশ্বর আমাকে কন্যাসন্তান দিয়েছেন। স্বাগত জানাই নূর আলি আখতারকে। ১ মার্চ পৃথিবীর আলো দেখেছে।'
প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে শোয়েব আখতারের প্রথম সন্তান মিকায়েলের জন্ম হয়। তিন বছর পর, ২০১৯ সালের জুলাই মাসে মুজাদিদ তাঁদের পরিবারে আসে। আর এবার কন্যা নূরকে পেলেন শোয়েব আখতার ও স্ত্রী রুবাব।
২০১৪ সালের ১১ নভেম্বর শোয়েব আখতার খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে রুবাব খানকে বিয়ে করেন। আখতারের বিয়ে সে সময় অনেক আলোচিত হয়েছিল, কারণ তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ২০ বছর। প্রাক্তন পাকিস্তানি বোলারের বয়স সেই সময় ছিল ৩৮ বছর। দুজনের বয়সের ১৮ বছরের ফারাক নিয়ে তুঙ্গে উঠেছিল চর্চা।
৪৮ বছর পাক ফাস্টবোলার আখতার ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে আখতারকে তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে দেখা যায়। এছাড়া ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও তিনি কর্মরত।
আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে