নয়াদিল্লি: রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলা শিবিরে অশান্তি। শনিবার অনুশীলনে বিবাদে জড়ালেন দুই সিনিয়র বোলার অশোক দিন্দা ও প্রজ্ঞান ওঝা। তাঁদের বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে গড়ায়। দলের বাকিরা কোনওরকমে দু জনকে আলাদা করেন। বিষয়টি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও জানানো হয়েছে। তিনি দিন্দা ও ওঝাকে ঝামেলা মিটিয়ে নিতে বলেছেন।


সিএবি সূত্রে জানা গিয়েছে, অনুশীলনে ফুটবল খেলার সময় গোলমাল শুরু হয়। অলিখিত নিয়ম রয়েছে, চোট এড়াতে কেউ কাউকে ট্যাকল করবেন না। কিন্তু দিন্দা শুরু থেকেই বিপক্ষ দলে থাকা খেলোয়াড়দের ট্যাকল করছিলেন। এরপর তিনি খুব জোরে একটি শট মারেন যা ওঝার কানের পাশ দিয়ে চলে যায়। আর একটু হলেই বলটি ওঝাকে আঘাত করত। এতে খেপে গিয়ে দিন্দার উদ্দেশে চিৎকার করেন ওঝা। দিন্দা ওঝার দিকে তেড়ে আসেন। তিনি ওঝাকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করেন। এরপরেই ওঝা দিন্দাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। ততক্ষণে বাকিরা ছুটে এসে দু জনকে আলাদা করেন।

বাংলার নির্ভরযোগ্য বোলার দিন্দা অতীতেও কয়েকবার দলের সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। এবার রঞ্জিতে যখন বাংলা ছন্দে রয়েছে, তখন খেলার আগের দিন এই ঘটনা পারফরম্যান্সে প্রভাব ফেলবে কি না সেটা নিয়ে চিন্তিত সিএবি।