প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও শুরু থেকেই ব্যাকফুটে অস্ট্রেলিয়া। প্রথম দিন মাত্র ৮৫ রানে অলআউট হয়ে গিয়েছে স্মিথবাহিনী। ২১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন ফিল্যান্ডার। তবে তার আগে চোট পান তিনি। অস্ট্রেলিয়া তখন ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। ফিল্যান্ডারের একটি বল স্মিথের প্যাডে লাগে। বোলার যখন এলবিডব্লুর আবেদন জানাতে থাকেন, সেই সময় দুই ব্যাটসম্যান রান নিতে ছোটেন। পিচের মাঝখানে স্মিথের সঙ্গে ফিল্যান্ডারের ধাক্কা লাগে। স্মিথের কনুই ফিল্যান্ডারের পাঁজরে লাগার পরেই তিনি শুয়ে পড়েন। চোট সারিয়ে মাঠে ফিরে অবশ্য আরও দুটি উইকেট নেন ফিল্যান্ডার।
দেখুন, স্মিথ ও ফিল্যান্ডারের সংঘর্ষের সেই মুহূর্ত