নয়াদিল্লি: প্রায় তিন বছর পর ভারতীয় দলে কামব্যাক তামিলনাড়ুর উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের। চ্যাম্পিয়ন্স ট্রফি জন্য ভারতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গেলেন মণীশ পান্ডে। তাঁর জায়গায় দলে নেওয়া হল কার্তিককে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল যখন বাছা হয়, তখন কার্তিক-সহ পাঁচ জনকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল। সেখান থেকেই বাছা হয় কার্তিককে। এক্ষেত্রে তরুণ ঋসভ পন্তকে টপকে তাঁকে বেছে নেওয়া হল।
কার্তিক এ বারের বিজয় হজারে ট্রফিতে ফাইনালে সেঞ্চুরি-সহ ৬০৭ রান করেছিলেন । তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে করেছেন ৭০৪ রান। আইপিএলে গুজরাত লায়ন্সের হয়ে তাঁর সংগ্রহ ৩৬১ রান।
২০১৪-তে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন কার্তিক। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭১ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলে ছিলেন কার্তিক।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন চলাকালে পাঁজরে চোট পান মণীশ। এ জন্য এলিমিনিটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না তিনি। এই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও সরে যেতে হল তাঁকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য নেই মণীশ, দলে এলেন কার্তিক
ABP Ananda, web desk
Updated at:
19 May 2017 07:14 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -