লন্ডন: সম্প্রতি নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ক্রিকেটের বাইশ গজের পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে ধারাভাষ্যকারের বক্সে। সদ্যসমাপ্ত ভারত বনাম নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ধারাভাষ্য দিয়েছেন।


সেই দীনেশ কার্তিক এবার ধারাভাষ্যকার হিসাবে তাঁর একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথা জানালেন। সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলার সময়ে নিয়ম করে আবহাওয়ার খবর ক্রিকেট ভক্তদের কাছে পৌঁছে দিতেন কার্তিক। তাঁর নতুন নামকরণও হয়েছিল। ‘ওয়েদারম্যান’। কিন্তু নিয়ম করে খবর পৌঁছে দেওয়ার পর তাঁকে ক্রিকেট ভক্তদের কাছে অশ্লীল মন্তব্য শুনতে হয়েছিল বলে নিজেই জানিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুনীল গাওস্কর ছাড়া ভারতীয় ধারাভাষ্যকরদের মধ্যে ছিলেন একমাত্র দীনেশ কার্তিক। প্রথম বার ধারাভাষ্য দিয়ে উচ্ছ্বসিতও ছিলেন কার্তিক। পাশাপাশি নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় আবহাওয়ার খবরও দিতেন তিনি। দীনেশ কার্তিকের থেকে সাউদাম্পটনের আবহাওয়ার খবর পাওয়ার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করতেন ক্রিকেট ভক্তরা। 


দীনেশ কার্তিক বলেছেন, ‘ওয়েদারম্যান আমার কাছে একটা সময়ে যন্ত্রণারই হয়ে গিয়েছিল। প্রথম দিন অনেক প্রশংসা পেয়েছি। দ্বিতীয় দিন খুব খুশি হয়েছেন নেটিজেনরা। তবে তৃতীয় দিন আমাকে অশ্রাব্য মন্তব্য করতে শুরু করে। আমি ঘুমোতে চাইতাম। আবহাওয়ার খবর দেওয়ার জন্য প্রত্যেক দিন সকাল ৬টায় আমি উঠতে পারব না। কিন্তু সকালে উঠতে না পারলেই আমাকে গালি দেওয়া শুরু হতো। বলা হতো, উঠে পড়ো! কী করছো এখনও? সকালে ঘুম থেকে উঠতে পারিনি বলে যা যা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা আমি বলতেও পারব না। এমন কী বৃষ্টি হচ্ছে বলার পরেও আমি গালি খেয়েছি।’


এর সঙ্গেই আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, ‘আমার মনে হচ্ছিল, এটা কী হচ্ছে! আমি তো যা ঘটছে তাই বলছি। কাউকে খুশি করার মতো কথা তো আমি বানিয়ে বলতে পারব না।’ যদিও এটা সোশ্যাল মিডিয়ার একটা অঙ্গ বলেও জানিয়েছেন ডিকে।