কলকাতা: বিশ্বকাপের দলে ভারতের ফিনিশার হবেন কে? অনেক পরীক্ষার পরও এখনও এই প্রশ্নের উত্তর অধরাই থেকেছে ভারতীয় ক্রিকেট দলের। স্বয়ং বিরাট কোহলিও ফিনিশার হিসেবে নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে বেছে নিতে পারছেন না। হাতে সময়ও বিশেষ নেই। ঋষভ পন্থকে দিয়ে এই কাজ যে হবে না, তার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে। এমন অবস্থায় ফের জল্পনা শুরু হল দীনেশ কার্তিককে নিয়ে। অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে ভূমিকা কার্তিক পালন করেছেন তাতে সাইমন কাটিচের মনে হচ্ছে ভারতীয় দলের ফিনিশার হিসেবে তিনিই ‘বেস্ট চয়েস’।
নাইটদের সহকারি কোচ কাটিচের মত, “দীনেশের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমাদের (কেকেআর) হয়ে এবং দেশের হয়েও দীনেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবাই দেখেছি, ইনিংসের শেষে দীনেশ কেমন ব্যাটিং করে। শেষের দিকে ওকে বল করা সহজ হবে না।” একই সঙ্গে কাটিচ এও জানিয়েছেন, তিনি মনে করেন ভারতীয় দলের ফিনিশার হওয়ার জন্য দীনেশ কার্তিকই যোগ্য ব্যক্তি। নির্বাচকদের কাছে বিশ্বকাপের দল নির্বাচন করা সহজ হবে না বলেও মন্তব্য করেছেন নাইটদের সহকারি কোচ।
উল্লেখ্য, দীনেশ কার্তিকের সঙ্গে তরুণ ক্রিকেটার শুভমান গিলের প্রশংসাও শোনা গিয়েছে কাটিচের গলায়। সাইমন কাটিচের ধারনা, আগামী দিনে শুভমান ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে এবং সব ফরম্যাটেই সফল হবে।
প্রসঙ্গত, এদিন অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের প্রসঙ্গও উথ্থাপন করেছেন তিনি। কাটিচ বলেন, “দেশের মাটিতে ভারতের কাছে হার অজিদের কষ্ট করে হজম করতে হয়েছে। তবে ভারতে এসে যে ক্রিকেটটা ওরা খেলল, তাতে গোটা দলকেই সাধুবাদ। জয় ওদেরই প্রাপ্য ছিল।” একই সঙ্গে খোয়াজাদের বিশ্বকাপ ভবিষ্যত্ নিয়েও বেশ আশাবদী সাইমন কাটিচ। ওয়ার্নার ও স্মিথ দলে যোগ দেওয়ার পর এই দল আরও শক্তিশালী হবে, মত কাটিচের। তাঁর কথায়, অতীতে কে কী পারফরম করল সেটা বড় কথা নয়। বিশ্বকাপে টানা ৬ সপ্তাহ ভাল খেলাটাই আসল পরীক্ষা।