মের্সিন (তুরস্ক): চোটের জন্য প্রায় দু’বছর বাইরে থাকার দুর্দান্ত প্রত্যাবর্তন দীপা কর্মকারের। তুরস্কের মের্সিনে অনুষ্ঠিত জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে সোনা জিতলেন আগরতলার এই বাঙালি ক্রীড়াবিদ। তিনি ফাইনালে ১৪.১৫০ স্কোর করেন। এই প্রথম ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতলেন দীপা। ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।



২০১৬ রিও অলিম্পিকে ভল্ট ইভেন্টে চতুর্থ হওয়া দীপার লিগামেন্টে চোটের জন্য অস্ত্রোপচার হয়। রিহ্যাব চলার জন্য তিনি এ বছরের এপ্রিলে গোল্ড কোস্টে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে যোগ দেননি। তুরস্কের এই প্রতিযোগিতায় গিয়েই সাফল্য পেলেন। ১৩.৪০০ স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে তিনি সবার আগে ছিলেন। ফাইনালেও অন্য প্রতিযোগীদের ছাপিয়ে গেলেন এই বাঙালি জিমন্যাস্ট। তিনি ১১.৮৫০ স্কোর করে তৃতীয় হয়ে ব্যালেন্স বিম ইভেন্টেরও ফাইনালে উঠেছেন। ফলে আরও একটি পদকের আশা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার পর এশিয়ান গেমসেও যোগ দেবেন দীপা।