সিডনি: আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে টিম রোহিতরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তানের বিরুদ্ধে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বিরাট কোহলির দল। এবার রোহিত শর্মার নেতৃত্ব খেলতে নামছে ভারত। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কী বললেন রোহিত?


রোহিতের বক্তব্য


হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, ''আমি আলাদা করে চাপ অনুভব করছি না। কিন্তু এটাই ঠিক যে আইসিসির বড় বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করার একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এটা সত্যি যে আমরা আইসিসি টুর্নামেন্টে যেমন পারফরম্যান্স চেয়েছিলাম তেমনটা করতে পারিনি গত কয়েক বছরে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে। আমাদের কাছে বড় সুযোগ থাকছে এবার ভাল কিছু করার।''


ভারত অধিনায়ক আরও বলেন, ''আইসিসির ট্রফি ৯ বছর ধরে জিততে পারিনি আমরা, এটা সত্যিই হতাশার। আমাদের কাছে অভিজ্ঞতার অভাব ছিল না। এই টুর্নামেন্ট আমাদের নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করার সুযোগ করে দিয়েছে। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। একটা করে ম্য়াচ নিয়েই ভাবতে হবে।''


মহম্মদ শামিকে ডেথ ওভারেও ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। আর তার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে শেষ ওভার দেওয়া হয়েছিল। আর সেই ওভারেই তিন উইকেট তুলে নেন বাংলার এই পেসার। রোহিত বলেন, ''শামির কাছে অভিজ্ঞতা আছে। আমরা জানি ও নতুন বল হোক বা পুরনো বল, সবেতেই দুর্দান্ত পারফর্ম করে এসেছে। তাই ওকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেও খেলানোর পরিকল্পনা রাখছি।''


প্রসঙ্গ পাকিস্তান ম্যাচ


রোহিত বলেন, ''আমরা জানি যে পাকিস্তানের কাছে বিশ্বমানের বোলার রয়েছে। ওঁদের বোলিং অ্যাটাক ভীষণ শক্তিশালী। কিন্তু আমরাও আমাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল।''


এদিকে, গতকাল নির্ধারিত হয়ে গিয়েছে সুপার ১২-র দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে।