ত্রিনিদাদ: রোহিত শর্মা বিশ্রামে থাকায় তাঁর ওপর এসে পড়েছিল নেতৃত্বের দায়ভার। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ান ডে ম্য়াচে তাঁর অধিনায়কত্বেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই ম্যাচে ব্যাট হাতে একেবারে সামনে থেকে দলকে ভরসা জুগিয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan)। কিন্তু মাত্র তিন রানের জন্য মিস করতে হয়েছে নিজের সেঞ্চুরি। যেই আফশোস কোনওভাবেই কাটছে না গব্বরের।
ম্যাচের পর কী বললেন ধবন?
গতকাল ৯৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন শিখর ধবন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান বাঁহাতি এই অভিজ্ঞ ওপেনার। ম্যাচের শেষে ধবন বলেন, ''সেঞ্চুরিটা না পেয়ে ভীষণ হতাশ লাগছে। খারাপ লাগছে। কিন্তু এটাও ঠিক যে দল দারুণ পারফর্ম করেছে। আমরা একটা ভাল স্কোর বোর্ডে তুলে দিতে পেরেছিলাম। শেষের দিকে একটু হলেও আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু আমরা ধৈর্য ধরে রেখেছিলাম। স্নায়ুর চাপ সামলাতে পেরেছিলাম শেষ পর্যন্ত। এছাড়া আমাদের একটাই প্ল্য়ান ছিল যে মাঠের বড় দিকটা যাতে ব্যবহার করা যেতে পারে।''
কাল জিতলেই রেকর্ডের হাতছানি
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ৬৭ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৬৩ ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। কিন্তু ২০০৬ সালে ব্রায়ান লারার নেতৃত্বে শেষবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে টানা ১১টি সিরিজে হারতে হয়েছে তাদের। শেষবার ফেব্রুয়ারিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে হেরেছে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ শিবির। চলতি সিরিজও যদি ভারত জেতে। তবে বিশ্বের একমাত্র দল হিসেবে সর্বোচ্চ ১২ বার কোনও এক প্রতিপক্ষকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারানোর নজির গড়বে ভারত। তারা টপকে যাবে পাকিস্তানকে।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ভারতের, জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর