ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। ওয়ান ডে (One Day) সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জয় ছিনিয়ে নিল ধবন (Shikhar Dhawan) বাহিনী। প্রথমে ব্যাট হাতে ২ ওপেনার শিখর ধবন ও শুভমন গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ওপর ভর করে বোর্ডে ৩০৮ রান তুলে নিয়েছিল ভারতীয় দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩০৫ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।


ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিং


তিনশোর ওপর লক্ষ্যমাত্রা। এখনকার দিনে ওয়ান ডে ক্রিকেটে আহামরি কিছুই না। এদিন ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করছিল, তখন একটা সময়ে মনে হচ্ছিল যে হয়ত তারা জিতেও যাবে। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে শেষ হাসি হাসল ধবন বাহিনীই। ৩০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ক্যারিবিয়ান শিবির। এরপর কেইল মায়ার্স ও শামারা ব্রুকস মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কেইল ৭৫ ও শামারা ৪৬ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে ব্রেন্ডন কিং ৫৪ রান করলেও অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ২৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন মিলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। 


ওপেনিংয়েই বাজিমাত


কুইন্স পার্ক ওভালে ভারতীয় ব্যাটারদের দাপট। ওপেনিং জুটিতে একশো রানেরও বেশি যোগ করলেন শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমান গিল (Shubman Gill)। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন শিখর ধবন। ফিরলেন ৯৭ রান করে। ওয়ান ডে কেরিয়ারে এই নিয়ে মোট ৬ বার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। শুভমনকে দেখেও এক সময় মনে হচ্ছিল সেঞ্চুরি বাঁধা। কিন্তু ৫৩ বলে ৬৪ রান করে ফেরেন। হাফসেঞ্চুরি করেন তিন নম্বরে নামা শ্রেয়স আইয়ারও।


তবে প্রথম তিন ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ের রেশ ধরে রাখতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। যে কারণে ওপেনিং জুটিতে মাত্র ১৭.৪ ওভারে ১১৯ রান এবং দ্বিতীয় উইকেটে ১৫.২ ওভারে আরও ৯৪ রান যোগ হওয়ার পরেও ভারত আটকে গেল ৩০৮/৭ স্কোরে। একটা সময় মনে করা হচ্ছিল যে, অন্তত সাড়ে তিনশো রান তুলবে ভারত। কিন্তু শেষ ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় ভারত। রান পাননি সূর্যকুমার যাদব (১৪ বলে ১৩ রান),সঞ্জু স্যামসন (১৮ বলে ১২ রান)। শেষের দিকে অক্ষর পটেল (২১) ও দীপক হুডা (২৭) রান পেলেও, ঝোড়ো ব্যাটিং করতে পারেননি। যে কারণে ৩০৮/৭ স্কোরের বেশি তুলতে পারেনি ভারত।