কন্যাসন্তানের বাবা হলেন জকোভিচ
Web Desk, ABP Ananda | 03 Sep 2017 02:47 PM (IST)
বেলগ্রেড: কন্যাসন্তানের বাবা হলেন ১২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নোভাক জকোভিচ। শনিবার রাতে কন্যার জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী জেলেনা। নবজাতকের নাম রাখা হয়েছে তারা। জকোভিচের প্রথম সন্তান দু বছর বয়সি স্টেফান। ছেলের পর এবার মেয়ের বাবা হলেন এই টেনিস তারকা। ৩০ বছর বয়সি জকোভিচ দেড় বছর ধরে কনুইয়ের চোটে ভুগছেন। এই চোটের জন্যই এ বছরের জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন সার্বিয়ান টেনিস তারকা। চোটের কারণে এ বছর তিনি আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। ২০১৮ থেকে তিনি নতুন করে খেলা শুরু করতে চান।