সুনীত হালদার, হাওড়া: পঞ্চায়েত ভোট ঘিরে বারবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। ভোট গণনাতেও উত্তেজনা ছড়িয়েছে, এবার বোর্ড তৈরি নিয়েও বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার এমনই ঘটনা ঘটল হাওড়াতে (Howrah)। হাওড়া জেলার পাঁচলা (Panchla) বিধানসভা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরেই ছড়াল উত্তেজনা।
ইসলামপুর পঞ্চায়েতের ১৫টি আসনেই জিতেছে তৃণমূল (TMC)। এর আগে ১১ অগাস্ট গোষ্ঠী কোন্দলের জেরে পিছিয়ে যায় বোর্ড গঠন। আজও বোর্ড় গঠন ঘিরে ফের শাসক দলের কোন্দল শুরু হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি হয়। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের যুযুধান গোষ্ঠীর সদস্যরা। ছত্রভঙ্গ হয়ে যায় গোটা এলাকা।
বাঁকুড়াতেও দ্বন্দ্ব:
একই ছবি বাঁকুড়াতেও। বাঁকুড়া জেলা পরিষদের ৫৬টি আসনের মধ্য়ে ৫৫টিতে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি কে হবেন, তা নিয়ে সম্প্রতি দলের অন্দরে কোন্দল বাঁধে। ১৪ অগাস্ট সেই কোন্দল কাটিয়ে সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার ছিল জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনের দিন। জেলা প্রশাসন সূত্রে খবর, সমস্ত জয়ী প্রার্থীদের চিঠি দিয়ে সেকথা জানানো হলেও, হাজির হয়েছেন হাতে গোণা ২-৪ জন। বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূলের জয়ী প্রার্থীরা গরহাজির। তাই স্থায়ী সমিতি গঠন করা যায়নি। থমকে উন্নয়নের কাজ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে ভোটাভুটিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল। শাসক দলের পক্ষে পড়েছে ১২টি ভোট। বিজেপির পক্ষে পড়ে ৯টি ভোট। বিজেপির এক পঞ্চায়েত সদস্য়কে অপহরণের অভিযোগ ঘিরে গত ১০ অগাস্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রেখেছিল প্রশাসন। হলদিয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে, মোট আসন ২৩টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল পায় ১০টি আসন, বিজেপির ঝুলিতে যায় ১১টি আসন, সিপিএম পায় ২টি আসন। সিপিএমের ১ সদস্য় ও বিজেপির ১ সদস্য় তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের আসন সংখ্য়া বেড়ে হয় ১২। শুক্রবার ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন বিজেপির ১ সদস্য় ও সিপিএমের একমাত্র সদস্য়।