সবটা না জেনে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করব না, নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বিরাট
Web Desk, ABP Ananda | 04 Jan 2020 04:54 PM (IST)
আগামীকাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।
গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সাংবাদিকদের জবাবে সাবধানী প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। তাঁর মন্তব্য, ‘যে বিষয়ে দু’পক্ষেরই জোরাল মতামত আছে, সে প্রসঙ্গে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করব না। বিষয়টি ঠিক কী, সে বিষয়ে সবটা জেনে তবেই মতপ্রকাশ করতে পারব। কারণ, আমি কিছু বললে অন্য কেউ পাল্টা মন্তব্য করবে। আমি এর মধ্যে জড়িয়ে পড়তে চাই না।’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-হিংসা চলছে। অমসেও বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছে। আগামীকাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ বিরাট জানিয়েছেন, ‘এই শহর পুরোপুরি নিরাপদ। আমরা রাস্তায় কোনওরকম সমস্যায় পড়িনি।’