করাচি: সরাসরি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরকে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু সদুত্তর পাননি। এমনই জানালেন পিসিবি-র প্রাক্তন চেয়ারম্যান এবং এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি।


লাহৌরে সাংবাদিক সম্মেলনে নজম শেঠি বলেছেন, ‘কেপটাউনে আইসিসি-র বৈঠকের ফাঁকে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে চায় কি না। তিনি সরাসরি জবাব দেননি। এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা নিয়ে এখানে আলোচনা করা যায় না।’

২০০৭ সালের পর থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছে পিসিবি। কেপটাউনের বৈঠকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের সমস্যা মেটানোর জন্য কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল আইসিসি। কিন্তু পিসিবি সেই প্রস্তাব মানতে চায়নি বলেই জানিয়েছেন নজম শেঠি। তিনি উল্টে আইসিসি-কে বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজ বা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না সেটা স্পষ্ট করতে হবে। আইসিসি প্রতিযোগিতায় যদি ভারত না খেলতে চায়, তাহলে পাকিস্তানকে সেই ম্যাচের পুরো পয়েন্ট দিতে হবে।

নিরাপত্তাজনিত সমস্যার কারণে প্রথমসারির কোনও দলই পাকিস্তান সফরে যাচ্ছে না। তার উপর ভারতও পাকিস্তানের সঙ্গে খেলছে না। ফলে পিসিবি-র ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে পিসিবি-কে সাহায্য করতে চাইছে আইসিসি। কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজের ক্ষতিপূরণের জন্য ধার বা অনুদান দেওয়া হলে তা গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন নজম শেঠি।