দোহা: রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবার সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি।
প্রথম থ্রোতেই জয়সূচক দূরত্ব ছুঁয়ে ফেলেন নীরজ। থ্রোগুলি ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোটি ফাউল হয়। পঞ্চম প্রয়াসে ৮৪.৩৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ। ষষ্ঠ প্রয়াসটি ছিল ৮৬.৫২ মিটারের থ্রো। দোহায় ৯০ মিটারের থ্রো নিশ্চিত করবেন বলে প্রত্যয়ী ছিলেন নীরজ। যদিও সেটা সম্ভব হলো না। বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় ৯৩ মিটারের থ্রো-র মাধ্যমে চমকে দিয়েছিলেন। তিনিও এদিন নীরজকে টপকাতে পারেননি। নীরজ গত বছর জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৮৮.৪৪ মিটার থ্রো-র মাধ্যমে।
গত বছর জুরিখে ডায়মন্ড ট্রফি জিতেছিলেন নীরজ চোপড়া। সেবার ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। এরপর থেকে আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামতে দেখা যায়নি নীরজকে। ভারতীয় তরুণ ছাড়াও আসন্ন ডায়মন্ড লিগে অলিম্পিক্স খেলা প্রচুর তারকা অ্যাথলিটকে দেখা যাবে।
কিছুদিন আগেই মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রতিবাদে সরব হয়েছিলেন নীরজ চোপড়া। দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সোশ্য়াল মিডিয়ায় বার্তা দিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, ''এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।''
আরও পড়ুন: রান পেলেন ঋদ্ধি, ৯ উইকেটে রাজস্থানকে হারিয়ে দিল গুজরাত