জুনিয়র হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে চার গোল ভারতের
Web Desk, ABP Ananda | 08 Dec 2016 09:55 PM (IST)
লখনউ: জুনিয়র বিশ্বকাপ হকির শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। বৃহস্পতিবার পুল ডি-র প্রথম ম্যাচে কানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। গোল করেছেন মনদীপ সিংহ, হরমনপ্রীত সিংহ, বরুণ কুমার ও অজিত পান্ডে। ঘন কুয়াশার জন্য সন্ধ্যায় এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। সেই আশঙ্কা থেকেই নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন। শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও, খেলা যত গড়িয়েছে, কানাডার উপর ততই আধিপত্য বিস্তার করে ভারত। কানাডার ১৮ জনের দলে ১৩ জনই ভারতীয় বংশোদ্ভূত। তবে তা সত্ত্বেও শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল কানাডা। শনিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিন দক্ষিণ আফ্রিকাকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড।