ঢাকা: টানা ক্রিকেট খেলার ক্লান্তি? সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতি চান শাকিব আল হাসান (Shakib Al Hasan)।


শাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ (SA vs Bangladesh)। তবে টেস্ট দলে রয়েছেন শাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান শাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, তাঁর মানসিক অবস্থা ভাল নয়।  তিনি জানান, তাঁর নিজের প্রতি যে প্রত্যাশা সেটা তিনি পূরণ করতে পারছেন না। তাই তাঁর মনে হয়েছে যে, এই সময়ে তাঁর দলে থাকাটা ঠিক হবে না। তিনি মনে করেন, এর পরেও দলে থেকে খেলা চালিয়ে গেলে তিনি তাঁর সতীর্থদের সঙ্গে অন্যায় করবেন।


৬ মার্চ বিমানে আচমকাই দুবাই যাচ্ছেন শাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তাঁর দুবাই সফর বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে শাকিব বলেছেন, ‘আমার মানসিক ও শারীরিক অবস্থা যা দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি। সেটা এমন হতে পারে ওয়ান ডে সিরিজটা থেকে বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে মানসিক ও শারীরিক দিক থেকে ভাল জায়গায় থাকতে পারব। এগুলো আসলে সব কিছুই আলোচনার ওপর নির্ভর করবে কী করলে ভাল হয়।’


তিনি আরও বলেছেন ‘আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে প্রতারণা করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না। আমি চাই যে, যখন আমি খেলব, মানুষ যেভাবে প্রত্যাশা করে, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যে ভূমিকায় ভাবে, সেভাবে যেন পারফর্ম করতে পারি।’


শাকিব আরও বলেন, ‘হ্যাঁ কোনও নিশ্চয়তা নেই যে, যখন খেলতে নামব তখন ভাল পরিস্থিতিতে থাকলেও পারফর্ম করতে পারব। কিন্তু অন্তত আমি জানব যে, দেশের হয়ে পারফর্ম করার জন্য আমি আমার সেরা ছন্দে আছি। কিন্তু আমি নিজেই উপলব্ধি করি যে, আমার সেরা জায়গায় নেই, সেখানে জোর করে খেলা মানে সময় নষ্ট করা। অন্য একজনের জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে প্রতারণা করার মতো বিষয়।’


প্রসঙ্গত, সামনেই আইপিএল (IPL)। তবে এবারের আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।