কলকাতা: আগামী ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৪৯ বছর সম্পূর্ণ করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই বিশেষ দিনে সৌরভ সমর্থকদের তাঁদের প্রিয় দাদাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর এক অভিনব উপায় বাতলে দিলেন স্বয়ং সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ১৯৯৬ সালের লর্ডস টেস্টকে বরবারই নিজের কেরিয়ারের স্মরণীয় টেস্ট বলেই মেনে এসেছেন সৌরভ। লর্ডসে অভিষেক টেস্টেই শতরান। সেই বছরেই কেরিয়ারের দ্বিতীয় শতরান আসে ৮ জুলাই ট্রেন্ট ব্রিজে। জন্মদিনের দিন শতরান আসায় সেই জন্মদিনও ভীষণ স্পেশাল মানেন সৌরভ। আগামী ৮ জুলাই স্পেশাল জন্মদিনের ২৫ বছর পূর্তি।
ডোনা গঙ্গোপাধ্যায় ট্যুইটারে কমন ডিসপ্লে পিকচার প্রকাশ করলেন। সেখানে দেখা যাচ্ছে সৌরভের ক্রিকেট জীবনের নানা স্মরণীয় মুহূর্তের ছবি। লর্ডসে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান থেকে শুরু করে অধিনায়ক হিসেবে দেশ বিদেশে সাফল্যের মুহূর্তগুলো রয়েছে। আছে বিদায় বেলার ছবিও। ২০০২ সালে ন্যাটওয়েস্ট টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর জার্সি খুলে লর্ডসের ব্যালকনি থেকে উড়িয়েছিলেন সৌরভ। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত মানা হয়। ইংল্যান্ডকে তাঁদেরই দেশে হারিয়ে এই আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। সেই ছবিও রয়েছে কমন ডিসপ্লে পিকচারে।
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় ১৩ বছর হয়ে গেল। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলে সৌরভ। কিন্তু জনপ্রিয়তায় এখনও অনেক তাবড় তাবড় বর্তমান ক্রিকেটারকে টেক্কা দেন সৌরভ। প্রচুর ফ্যান ক্লাবও রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পেজও রয়েছে সৌরভের। সেই পেজগুলো থেকে তাঁদের প্রিয় নায়কের জন্মদিনেই এই ছবি পোস্ট করতে পারেন। বাংলা তো বটেই গোটা ভারতেই ফ্যান ক্লাবে দাদা সমর্থকরা যাতে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানাতে পারেন, তার জন্যই এমন অভিনব উপায় বাতলে দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
ক্রিকেট ছাড়ার পর সৌরভ এখন একজন দক্ষ ক্রীড়া প্রশাসক। সিএবির সভাপতি পদে কাজ করেছেন। বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে কাজ করছেন সৌরভ।