নয়াদিল্লি: রবি শাস্ত্রীর পাশে দাঁড়ালেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে শাস্ত্রীকে সরানোর কোনও কারণ দেখছেন না কপিল দেব। দল যদি ভালো পারফর্ম করে, তবে কোচকে সরানোর কোনো দরকার নেই বলেই মত কিংবদন্তি অলরাউন্ডারের।


চলতি বছর আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে শাস্ত্রীর। এরপর শাস্ত্রী নিজে ফের এই পদের জন্য আবেদন করেন কিনা তা দেখার। আবার শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়কে এই পদে দেখা যেতে পারে। ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল বলেন, ‘শ্রীলঙ্কা সফরটা যাক। কেমন পারফর্ম করে দল দেখতে হবে। যদি নতুন কোচ নিয়োগের ব্যাপার থাকে, তাতে কোনও ভুল নেই। কিন্তু আমি মনে করি যদি রবি শাস্ত্রী ভালো কাজ করেন, তবে তাঁকে সরিয়ে দেওয়ার কোনও কারণ নেই। পুরোটাই অবশ্য সময় কথা বলবে।’


শাস্ত্রীর কোচিংয়ে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারনি ভারত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ বিশ্বকাপ ফাইনাল, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বারবার তীরে এসে তরী ডুবতে হয়েছে। এই পরিস্থিতিতে শাস্ত্রীকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।


ভারতীয় দল এখন রয়েছে ইংল্যান্ডে। সেখানে বিরাট, রাহানেরা টেস্ট সিরিজ খেলবেন রুটদের বিরুদ্ধে। একইসঙ্গে অন্য আরেকটি  দল শ্রীলঙ্কায় গিয়েছে সীমিত ওভারের ফর্ম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। শিখর ধবনের নেতৃত্বে সেই দলের কোচ হিসেবে গিয়েছেন রাহুল দ্রাবিড়। এর আগে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়াও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ডিরেক্টর হিসেবে কাজ করছেন রাহুল।


কপিল বলেন, ‘ভারতের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। একই সময় ২ দেশে আমাদের দল গিয়েছে খেলতে। এর ফলে তরুণ ক্রিকেটারেরা খেলার সুযোগ পাবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’


উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হন রবি শাস্ত্রী।