নয়াদিল্লি: বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে তোপ দেগে বিসিসিআই কর্তাদের ‘প্রভু’-র মতো আচরণ না করে ‘ঠিক রাস্তায়’ আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি এএম খানবিলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, ‘বিসিসিআই যদি ভেবে থাকে তারা নিজেদের আইন নিজেরাই তৈরি করবে, তাহলে ভুল করছে। তাদের আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আপনারা (বিসিসিআই) প্রভুর মতো আচরণ করছেন। ঠিক রাস্তায় আসুন, না হলে আমরা আপনাদের ঠিক রাস্তায় নিয়ে আসব।’
লোঢা কমিটি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, বিসিসিআই শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছে এবং বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর আদালতের উদ্দেশে অত্যন্ত আপত্তিজনক আচরণ করেছেন। তাই নতুন জমানা শুরু করার জন্য অবিলম্বে বিসিসিআই-এর বর্তমান কর্তাদের সরিয়ে দিতে হবে। এরপরেই বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছে সুপ্রিম কোর্ট।
বিসিসিআই-এর আইনজীবী অরবিন্দ দাতার বলেন, আদালতের অধিকাংশ নির্দেশই মেনে নিয়েছে বোর্ড। বাকি নির্দেশগুলিও মেনে নেওয়া হবে। সুপ্রিম কোর্ট অবশ্য বিসিসিআই-এর আইনজীবীর এই দাবি খারিজ করে দিয়েছে। লোঢা কমিটির স্টেটাস রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবরের মধ্যে বিসিসিআই-কে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
স্টেটাস রিপোর্টে লোঢা কমিটি বলেছে, গত ২১ সেপ্টেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে সচিব হিসেবে অজয় শিরকের নির্বাচিত হওয়া সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গত ৩১ অগাস্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ই-মেলের জবাব দেননি। তিনি বেশ কয়েকবার অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন। সেই কারণে বিসিসিআই যাতে লোঢা কমিটির সুপারিশ মেনে নেয়, সে জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া উচিত। লোঢা কমিটির এই স্টেটাস রিপোর্টের পরেই এদিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রভুর মতো আচরণ চলবে না, বিসিসিআই-কে সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 07:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -