নিজনি নভগোরোদ: বিশ্বকাপের প্রথম ম্যাচে অনামী আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র করে চাপে আর্জেন্তিনা। পেনাল্টি মিস করেছেন স্বয়ং লিওনেল মেসি। আজ তাদের প্রতিপক্ষ শক্তিশালী ক্রোয়েশিয়া। ম্যাচের আগে উদ্বেগ বাড়ছে আর্জেন্তিনা শিবিরে
টিমের হৃদপিণ্ড!নীল-সাদার দেশে লিওনেল মেসি ফুটবলের জাদুগর! আর্জেন্তিনার রোড টু মস্কো-র কৃতিত্বও তাঁরই। একটা সময় বিশ্বকাপের মূলপর্বে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল ১৯৮৪-এর বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষপর্যন্ত মেসি-ম্যাজিকে ভর করে যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। কিন্তু, রাশিয়ায় বিশ্বকাপের শুরুতেই হোঁচট। মূল্যবান পেনাল্টি মিস করে দুনিয়াজোড়া সমালোচনার চাপ সহ্য করতে হচ্ছে লিওনেল মেসিকে।
কোচ জোরগে সাম্পাওলি অবশ্য এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাঁদের জিততেই হবে। তিনি স্বীকার করে নিয়েছেন যে, আর্জেন্টিনার কাজটা কঠিন হয়ে গিয়েছে। খুব বেশি সুযোগ তাঁদের কাছে নেই। তবে দল এই পরিস্থিতি কাটিয়ে জয়ের রাস্তায় ফিরে আসতে সক্ষম বলে মন্তব্য করেছেন আত্মবিশ্বাসী কোচ। সাম্পাওলি বলেছেন, আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সেজন্যই আমরা এখানে এসেছি।
আইসল্যান্ডের বিরুদ্ধে জয় না পাওয়া নিয়ে সাম্পাওলি বলেছেন, জিততে না পারায় আমরা হতাশ। কিন্তু এজন্য লিওকে দায়ী করাটা ঠিক নয়।
কোচ আরও বলেছেন, জিতলে সবাই কৃতিত্ব নিতে নেয়। কিন্তু আর্জেন্টিনা হারলে সব সময় লিও-র দোষ ধরা হয়। এটা একেবারেই অনায্য।


বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে খেলা।
প্রথম ম্যাচে আর্জেন্তিনাকে রুখে চমকে দিয়েছে আইসল্যান্ড। ১-১ গোলে ম্যাচ ড্র। ওটামেন্ডিদের রক্ষণের ফাঁক-ফোঁকরগুলোও প্রকাশ্যে। আর সেটাই বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ক্রোটদের। লুকা মদ্রিচ, রাকিটিচ, পেরিসিচ, মান্দজুকিচরা প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে ৩টে মূল্যবান পয়েন্ট পকেটে পুরেছেন। এবার সামনে আর্জেন্তিনা। ক্রোট অধিনায়ক লুকা মদ্রিচ ইতিমধ্যেই মাইন্ড গেম শুরু করে দিয়েছেন। তিনি বলছেন, আর্জেন্টিনা অবশ্যই চাপে থাকবে। কারণ, জিততেই হবে, এই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে মেসিদের।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে ক্রোয়েশিয়া।১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্তিনা।আইসল্যান্ডেরও ১ পয়েন্ট। গ্রুপে তারা তৃতীয়।নাইজেরিয়া প্রথম ম্যাচ হেরে সবার শেষে।
এল ক্লাসিকোয় মেসি আর মদ্রিচের লড়াই দেখেছেন দর্শকরা। এবার লড়াই দেশের হয়ে। কী হবে বৃহস্পতিবার? ফিরবে মেসি ম্যাজিক? অপেক্ষায় ফুটবল বিশ্ব।