২০১৪ সালের লোকসভা নির্বাচনে ফুলপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন কাইফ। সেবার তিনি উত্তরপ্রদেশের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কাছে হেরে গিয়েছিলেন। কাইফ এর আগেও একাধিকবার বিজেপি-র সমর্থনে এগিয়ে এসেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আদিত্যনাথকে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি। ফের উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেন তিনি। তুন্ডে কাবাব না পাওয়া যাক, গুন্ডা না থাকলেই হল, আদিত্যনাথের সমর্থনে কাইফ
Web Desk, ABP Ananda | 25 Mar 2017 10:04 PM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ‘অবৈধ’ কসাইখানা বন্ধ করা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হলেও, এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি ট্যুইট করে বলেছেন, ‘উত্তরপ্রদেশ সরকার ভাল পদক্ষেপ করেছে। তুন্ডে (কাবাব) পাওয়া যাক বা না যাক, উত্তরপ্রদেশে গুন্ডা না থাকলেই হল। সব অবৈধ কার্যকলাপ বন্ধ করা দরকার।’