নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলেছেন বছর আঠারোর তরুণ পৃথ্বী শ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন তিনি। সর্বকনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বে চতুর্থ কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চরি করেছেন তিনি। শুধু একঝাঁক রেকর্ডই গড়েননি তিনি, সেইসঙ্গে সারা ভারতের ক্রিকেট সমর্থক ও বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন।
অভিষেকেই এই ঝলমলে ইনিংসের পর অনেকেই তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তন তারকাদের তুলনা টানতে শুরু করেছেন। যদিও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এ সব তুলনার একেবারেই পক্ষপাতী নন। তিনি বলেছেন, সহবাগের সঙ্গে তুলনা করবেন না। সেহবাগ একটা দারুন প্রতিভা। এখন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলুক। আমি নিশ্চিত ও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতেও রান পাবে। কিন্তু সহবাগের সঙ্গে তুলনা করা উচিত নয়।
পৃথ্বীর ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও ও ভালো খেলবে। ও যেভাবে ব্যাট করেছে তাতে ওর টেম্পারমেন্ট ধরা পড়েছে। বড় সেঞ্চুরি করার পথে ও বোলারদের শাসন করেছে। প্রথম ম্যাচটা যে কারুর ক্ষেত্রেই বড় ম্যাচ। আর ও ওর স্বাভাবিক খেলাটা খেলেছে।
সৌরভের চোখে পৃথ্বীর ইনিংসে ইতিবাচক মানসিকতা, টেম্পারমেন্ট ও দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলি ধরা পড়েছে। তিনি বলেছেন, অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ আর টেস্টে খেলার মধ্যে তফাত রয়েছে। ও যে রকম খেলেছে তা খুবই দৃষ্টিনন্দন। আশা করছি ও ভারতের হয়ে দীর্ঘদিন খেলবে।
কিছুদিনের মধ্যেই ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। ওই সফরে পৃথ্বী ভালো খেলতে পারেন বলে আশা প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, পৃথ্বী ব্যাকফুটের প্লেয়ার। অস্ট্রেলিয়ার ও ভালো খেলতেই পারে।