রাজকোট: চলতি সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে পাহাড় প্রমাণ রান চাপিয়ে দেওয়ার পর বড়সড় জয়ের পথে ভারত। ভারতের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ান শিবির। প্রথম আঘাত হানেন ভারতের পেসার মদম্মদ সামি। সেই ধাক্কা আর সামলাতে পারেনি তারা। এরপর স্পিনারদের দাপটে মাথা তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার। দিনের শেষে ভারতের থেকে ৫৫৫ রানে পিছিয়ে রয়েছে। ম্যাচের যা অবস্থা, তৃতীয় দিনেই খেলার ফয়সালা হয়ে যেতে পারে।

প্রথম স্পেলেই আগুনে বোলিং করেন সামি। চার ওভারের ওই স্পেলে মাত্র পাঁচ রান দিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও কিয়েরান পাওয়েলকে তুলে নেন তিনি। পাঁচ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২ উইকেটে সাত।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার ও সিনিয়র পেসার কেমার রোচের অনুপস্থিতিতে এমনিতেই সমস্যায় ওয়েস্ট ইন্ডিজ। তারওপর ভারতের বোলিং আক্রমণের সামনে তাদের প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে যায়।

সামির পর আর অশ্বিন, জাডেজা ও কুলদীপ একটি করে উইকেট নেন। একটি রান আউট হয়। দিনের শেষে চেজ ২৭ এবং পল ১৩ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে পৃথ্বী শ, বিরাট কোহলির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে শতরান করলেন রবীন্দ্র জাডেজা।টেস্টে এটাই তাঁর প্রথম শতরান। এর সুবাদে রানের পাহাড়ে ভারত। চা-পানের বিরতির আগে ৯ উইকেটে ৬০৯ রানে ইনিংস ডিক্লেয়ার করল ভারত।

জাডেজা ১৩২ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। বিরাট কোহলি ২৩০ বলে ১৩৯ রানে আউট হওযার পর জাডেজার ব্যাটের ঝড় দেখল রাজকোট। ২০১২-র ডিসেম্বরে অভিষেকের পর ৩৮ তম টেস্টে প্রথম শতরান করলেন জাডেজা। একটা সময় মহম্মদ সামির সঙ্গে ব্যাট করছিলেন জাডেজা। নব্বইয়ের ঘরে ছিলেন তখন তিনি। শেষপর্যন্ত চা-পানের বিরতির আগের ওভারে শতরান পূর্ণ করেন জাডেজা।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন জাডেজা।  এদিন তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচ ছয় ও পাঁচটি চারে।

এর আগে কোহলি ও ঋষভ পন্ত (৮৪ বলে ৯২)-র জুটিতে ভর করে লাঞ্চের সময় ভারতের স্কোর পৌঁছে যায় পাঁচ উইকেটে ৫০৬ রানে। কিন্তু ঋষভ সেঞ্চুরি করতে পারলেন না। ৯২ রানে ফিরতে হল তাঁকে।



এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারত করে ৫ উইকেটে ৫০৬। বিরাট কোহলি ব্যাট করছেন ১২০ রানে, ঋষভ পন্থের রান ৯২। গতকাল নবাগত পৃথ্বী শ করেন অভিষেক টেস্টেই করেন ১৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু ১৫৪ রানে ২ উইকেট পেয়েছেন।

আজ বিরাট কোহলি পেলেন তাঁর ২৪তম টেস্ট শতরান। ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল ও মহম্মদ ইউসুফদের রেকর্ড স্পর্শ করলেন তিনি। কোহলি সকাল থেকে একটা দিক ধরে খেলছেন, উল্টোদিকে ঋষভ ছিলেন রীতিমত আক্রমণাত্মক। কিন্তু দ্বিতীয় টেস্ট শতরান থেকে মাত্র ৮ রান দূরে ব্যাকওয়ার্ড পয়েন্টে আউট হয়ে যান। বিশুর বলে ৯২-এর মাথায় বড় শট মারতে গিয়ে ধরা পড়েন তিনি। গতকাল বিরাট অপরাজিত ছিলেন ৭২ রানে, আজ ঋষভের সঙ্গে জুটি বেঁধে শতরানে পৌঁছে যান তিনি। অধিনায়কের সঙ্গে এখন ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা, ৩৩ বলে করেছেন ১৯ রান।

গতকাল পৃথ্বী শয়ের ১২৪ রানের ইনিংসের পাশাপাশি বড় রান পান চেতেশ্বর পূজারা, তিনি করেন ৮৬। কিন্তু বড় রানের প্রতিশ্রুতি সত্ত্বেও অজিঙ্ক রাহানে আউট হয়ে যান ৪১-এ।

উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিয়ানদের বোলিং তেমন উল্লেখযোগ্য হয়নি। কিছুটা দেবেন্দ্র বিশু ছাড়া বলার মত সাফল্য পাননি কেউ।