চেন্নাই: সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনা করা উচিত নয়। এমনই মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জন্টি রোডস। তিনি বলেছেন, ‘আমি রেকর্ডে খুব একটা বিশ্বাস করি না। ভিন্ন সময়ের ক্রিকেটারদের তুলনাও আমি পছন্দ করি না। সচিন হল সচিন আর বিরাট হল বিরাট। দু জনেই অসাধারণ ক্রিকেটার। নিজেদের মতো করে ওরা দুর্দান্ত।’


অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন, সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট। তবে এই ধারণার সঙ্গে একমত নন জন্টি। তিনি বলেছেন, ‘সচিন ১৬ বছর বয়সে খেলা শুরু করেছিল। ও প্রায় ৪০ বছর বয়স পর্যন্ত খেলেছে। প্রায় ২৪ বছর ধরে খেলে ও বিভিন্ন রেকর্ড গড়েছে। বিরাট অতদিন ধরে খেলতে পারবে কি না আমি জানি না। ও কেরিয়ারের শুরুটা খুব ভাল করেছে। ওর রান করার ক্ষমতা অবিশ্বাস্য। অল্পবয়সেই ও প্রচুর রান করেছে। ওকে নিজের মতো থাকতে দেওয়া হোক। সচিনের সঙ্গে তুলনা করা উচিত নয়।’

কিংবদন্তী ফিল্ডার জন্টি আরও বলেছেন, তাঁর মতে ভারতের সেরা ফিল্ডার সুরেশ রায়না। তাঁকে দেখে নিজের অল্পবয়সের কথা মনে পড়ে যায়।  যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, বিরাটকেও ভাল ফিল্ডার বলে উল্লেখ করেছেন জন্টি।