কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-২০ ম্যাচে হারের পর দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের তীব্র সমালোচনা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, ভারতের ব্যাটিং, বোলিং দুটোই খুব খারাপ হয়েছে। পাশাপাশি একাধিক ক্যাচ মিস হয়েছে। এভাবে খেললে জেতা যায় না।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯০ রান করেও, এভিন লিউইসের বিস্ফোরক শতরানে ৯ উইকেটে হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর বিরাট বলেছেন, ‘আমাদের ২৩০ রান করা উচিত ছিল। কিন্তু ২৫-৩০ রান কম হয়। টপ অর্ডার ভাল শুরু করার পর একজন ব্যাটসম্যানকে শেষপর্যন্ত ক্রিজে থাকতে হয়। দীনেশ (কার্তিক) ভাল ব্যাটিং করেছ। কিন্তু টি-২০ ম্যাচে একজন ব্যাটসম্যানকে ৮০-৯০ রান করতে হয়। সেটা আমরা কেউ পারিনি।’
ব্যাটিংয়ের পাশাপাশি দলের ফিল্ডিং ও বোলিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘বোলিং করতে নেমেও আমাদের শুরুটা ভাল হয়নি। ফিল্ডিংও খুব খারাপ হয়েছে। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। সুযোগ কাজে লাগাতে না পারলে জেতা যায় না।’ ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিলেও, ভারতের অধিনায়কের মতে, গত কয়েক বছর ধরে একই দল থাকার সুফল পাচ্ছেন ক্যারিবিয়ানরা। অন্যদিকে, ভারতের দল এখনও তৈরি হয়নি। ফলে অভিজ্ঞতার অভাব রয়েছে। যদিও একদিনের সিরিজে ভারত তিনটি ম্যাচ জিতেছে। হার একটিমাত্র ম্যাচে। আর একটি টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ ঠিকমতো হয় না। সবমিলিয়ে এই সফর তিনি উপভোগ করেছেন।
সুযোগ কাজে লাগাতে না পারলে জেতা যায় না, বলছেন হতাশ বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 01:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -