করাচি: পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর উপযুক্ত নয়। এমনই মত প্রকাশ করলেন প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আমাদের দেশে কোনও বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি নেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিস্থিতি এখন এমন যে আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। তবে কিছুটা সময় লাগবে।’


পাকিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় ৬২ জন পুলিশকর্মী এবং দু জন সেনা জওয়ানের মৃত্যুর পর সেদেশের নিরাপত্তার বেআব্রু চেহারা ফের প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই দেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের বিপক্ষে মত প্রকাশ করেছেন শোয়েব।

কয়েকদিন আগেই পাকিস্তান সুপার লিগের প্রধান নজম শেঠি ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতার ফাইনাল হবে লাহৌরে। বুধবার জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে শেঠি এ-ও বলেছেন, দু বার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে পাকিস্তান সফরে আসার বিষয়ে রাজি করিয়ে ফেলেছিল পিসিবি। কিন্তু প্রতিবারই কোনও না কোনও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সফর বাতিল হয়ে গিয়েছে। যখনই পিসিবি অন্য দেশের বোর্ডকে সফরের বিষয়ে রাজি করাতে সফল হয়েছে, ঠিক তখনই জঙ্গি হামলা হয়েছে এবং সফর হয়নি।

২০০৯ সালের মার্চে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তানে খেলতে যায়নি। শুধু আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবোয়ে কয়েকটি ম্যাচ খেলেছে। সংযুক্ত আরব আমিরশাহীতেই ‘হোম’ টেস্ট খেলছে পাকিস্তান। স্বয়ং শোয়েবের মন্তব্যেই স্পষ্ট, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। ফলে অদূর ভবিষ্যতে কোনও প্রথমসারির দলের পাক সফরের সম্ভাবনা দেখা যাচ্ছে না।