সপ্তম উইকেটের পতন, হারের মুখে ভারত
Web Desk, ABP Ananda | 26 Oct 2016 06:14 PM (IST)
রাঁচি: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে একদিনের সিরিজ জয় নিশ্চিত করতে গেলে ভারতকে ২৬১ রান করতে হবে। তাহলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে ভারত। বিরাট কোহলি, ধোনি যে ফর্মে আছেন, তাতে ভারতের কাজটা বিশেষ কঠিন নয়। যদিও ভারতের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ১১ রান করেই আউট হয়ে গিয়েছেন রোহিত শর্মা। তবে কোহলি (১২) ও অজিঙ্ক রাহানে (২৫) এখন ক্রিজে আছেন। ফলে ভারতের ম্যাচ জয়ের আশা যথেষ্ট। এই মুহূর্তে ভারতের রান ১ উইকেটে ৫১। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করেছে নিউজিল্যান্ড। শুরুটা যেভাবে করেছিলেন মার্টিন গাপটিল (৭২) ও টম লাথাম (৩৯) তাতে বড় রান উঠবে বলেই মনে হচ্ছিল। প্রথম উইকেট পড়ে ৯৬ রানে। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৪১) সঙ্গে মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু রস টেলর (৩৫) রান আউট হয়ে যাওয়ার পরেই ধস নামে কিউয়ি ব্যাটিং লাইনআপে। মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে অমিত মিশ্র জোড়া উইকেট নিয়েছেন। উমেশ যাদব, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর পটেল একটি করে উইকেট নিয়েছেন।