নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির নিশানায় তিনি ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর বিরাট যে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান না বলে জানিয়েছেন, তাঁদের একজন তিনি কি না, সেটা তিনি জানেন না।


মঙ্গলবার ধর্মশালায় সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট জয়ের পর সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের তিনি আর বন্ধু মনে করেন না। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও বিরাটের সমালোচনায় মুখর। আজ বিরাট ট্যুইট করে বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি গোটা অস্ট্রেলিয়া দলকে শত্রু বলেননি। শুধু দু জনকে তিনি আর বন্ধু মনে করেন না। বাকিদের নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁরা সবাই বন্ধু।


সদ্যসমাপ্ত সিরিজে বহু বিতর্ক হলেও, এবার আইপিএল-এ একসঙ্গে খেলবেন ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক স্মিথ খেলবেন ধর্মশালা টেস্টে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে। এ বিষয়ে স্মিথ বলেছেন, ‘আমার কাছে টেস্ট সিরিজ অতীত। ভারত আমাদের হারিয়ে দিয়েছে। এবার পুণে সুপারজায়ান্টসের নতুন দলকে নেতৃত্ব দিতে তৈরি।’