মুম্বই: আসন্ন ক্রিকেট বিশ্বকাপ দলে ঠাঁই না হওয়া দুই প্রতিভাবান ক্রিকেটার ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুকে মুষড়ে না পরার পরামর্শ দিলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী।
গত সোমবার, ইংল্যান্ডে হতে চলা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা হয়েছে। সেই দলে ঠাঁই হয়নি পন্থ ও রায়ুডুর। যদিও, দুজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
পন্থের বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই হয়েছে। এই প্রেক্ষিতে একটি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে রবি শাস্ত্রী বলেন, আমি ওদের ভেঙে না পরার পরামর্শ দেব। তিনি যোগ করেন, আমাদের ক্ষমতায় থাকলে আমরা ১৬ ডনের দল ঘোষণা করতাম। কিন্তু, নিয়ম অনুযায়ী ১৫ জনের দল ঘোষণা করতে হয়েছে।
শাস্ত্রীর মতে, যারা বাদ পড়েছে, তারা নিজেদের মধ্যে আশা জিইয়ে রাখুক। তিনি যোগ করেন, হতে পারে কারও চোট লাগল। সেই সময় কখন ডাক আসবে, কেউ বলতে পারে না।
এদিকে, দলের চার নম্বর ব্যাটসম্যান কে হবেন, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখলেন শাস্ত্রী। শুধু বলেন, পরিস্থিতি ও পরিবেশ দেখে স্থির করা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার চার নম্বর স্লট নিয়ে বিতর্ক-আলোচনা চলছে। অনেকে বিশেষজ্ঞের মতে, চার নম্বর জায়গায় এখনও কোনও ব্যাটসম্যান পাকাপাকিভাবে স্থির না হওয়ায় প্রথম তিনজন -- রোহিত শর্মা, শিখর ধবন ও বিরাট কোহলির ওপর চাপসৃষ্টি হচ্ছে।
যদিও, শাস্ত্রী সেই তত্ত্ব খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, গত পাঁচ বছরে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের যা পারফরম্যান্স, তাতে তারা র্যাঙ্কিংয়ে দুই বা তিন নম্বরে রয়েছে। টানা পাঁচ বছর ধরে ওই র্যাঙ্কিং বজায় রাখা মুখের কথা নয়। তার ওপর টেস্টে শীর্ষস্থান এবং টি২০-তে দুই বা তিন নম্বর--- একজন ক্রিকেটার দিয়ে তা হয় না। এর জন্য দলগত ধারাবাহিক পারফরম্যান্সের প্রয়োজন।
‘ভেঙে পড়ো না’, বিশ্বকাপ দল থেকে বাদ পড়া পন্থ-রায়ুডুকে পরামর্শ শাস্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2019 05:44 PM (IST)
শাস্ত্রীর মতে, যারা বাদ পড়েছে, তারা নিজেদের মধ্যে আশা জিইয়ে রাখুক। তিনি যোগ করেন, হতে পারে কারও চোট লাগল। সেই সময় কখন ডাক আসবে, কেউ বলতে পারে না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -