নয়াদিল্লি: মাঠের বাইরে কাটানো সময় হার্দিক পাণ্ড্যকে ক্রিকেটার হিসেবে পরিণত হতে সাহায্য করেছে। এমনটাই মনে করেন তাঁর ভাই ক্রুনাল। মাঠ ও মাঠের বাইরে দুই ঘটনার কারণে সাম্প্রতিক অতীতে বেশ কিছুদিন মাঠে ফিরতে পারেননি হার্দিক। একদিকে পিঠের চোট যেমন ছিল, তেমনই একটি টিভি শোয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে সাময়িক নির্বাসন করা হয়।
মাঠে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ওই ক্রিকেটার। চলতি আইপিএলে তিনি বিধ্বংসী মেজাজে রয়েছেন। সামনেই ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের পরিবেশে ব্যাট ও বল হাতে দারুন সফল হবেন হার্দিক।
এদিন ক্রুনাল বলেন, যতদিন হার্দিক মাঠের বাইরে ছিল, প্রতিনিয়ত নিজের ফিটনেসের ওপর জোর দিয়েছে। পরিশ্রম করেছে। ক্রুনালের দাবি, ক্রিকেটকেই হার্দিক সর্বাধিকার দেয়। খুব কম ক্রীড়াবিদ রয়েছে, যার মধ্যে ক্রুনালের মত কাজের প্রতি স্পৃহা রয়েছে। ওর লক্ষ্য সর্বদা উন্নতি করা। ভাইয়ের প্রশংসা করে ক্রুনাল আরও জানান, হার্দিকের সবচেয়ে বড় শক্তি হল, ওর নাছোড় মানসিকতা।
মাঠের বাইরে থাকাটা হার্দিককে অনেক পরিণত করেছে: ক্রুনাল
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2019 02:35 PM (IST)
বেশ কিছুদিন মাঠে ফিরতে পারেননি হার্দিক। একদিকে পিঠের চোট যেমন ছিল, তেমনই একটি টিভি শোয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে সাময়িক নির্বাসন করা হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -