চেন্নাই: একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরানের সংখ্যা ৩০। রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারী ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও তিনি বলছেন, ব্যাট করার সময় শতরানের কথা ভাবেন না। সেই কারণেই তিনি রান নিয়ে উইকেটের অপর প্রান্তে চলে যান। ব্যক্তিগত নজির গড়ার বদলে দলকে জেতানোই তাঁর লক্ষ্য।

কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে বিরাট বলেছেন, ‘শতরানের কথা ভেবে নিজের উপর চাপ তৈরি করি না। আমি যদি ৯৮ বা ৯৯ রানে অপরাজিতও থাকি, তাহলে সেই রান দলকে ম্যাচ জিততে সাহায্য করলে কোনও ব্যাপার না। আমি শেষপর্যন্ত ক্রিজে থাকতে চাই। এই কারণেই শতরান করতে পারি। কিন্তু শতরান করতেই হবে, এই লক্ষ্য কোনওদিন থাকে না। আমি ৮, ১০ বা ১২ বছর, যতদিনই ভারতের হয়ে খেলি না কেন, কোনওদিনই শতরানের জন্য খেলব না। কারণ, সেটা আমার স্বাভাবিক খেলা নয়। মাঠে নামলেই নিজের ১২০ শতাংশ উজার করে দিতে চাই। দলকে কীভাবে জিততে সাহায্য করতে চাই, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কা সফরে তিনটি একদিনের ম্যাচে সুযোগ পেয়েও, বড় রান করতে পারেননি লোকেশ রাহুল। তা সত্ত্বেও এই তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘রাহুল দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার। ও সব ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছে। তাই ওর পাশে থাকতেই হবে। আমরা বিশ্বাস করি ওর ভাল খেলার দক্ষতা আছে। ও নিজের দায়িত্ব পালন করতে পারলেই আমাদের ম্যাচ জেতাতে শুরু করবে।’

শ্রীলঙ্কা সফরে রাহুলকে ওপেনিংয়ের বদলে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘আমি টি-২০ ম্যাচে ওপেন করেছি। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাট করার জন্য সবাইকে তৈরি থাকতে হবে। কেউ যদি মনে করে সব ফর্ম্যাটেই একই পজিশনে ব্যাট করবে, তাহলে দলে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যাবে।’