লাহৌর: বিশ্ব একাদশের সফরের মাধ্যমে সাড়ে আট বছর পরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এবার সেদেশে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে আশা তৈরি হয়েছে। এতে খুশি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তবে তাঁদের কিছুটা আফশোসও রয়েছে। বিশ্ব একাদশে কোনও ভারতীয় ক্রিকেটারদের না থাকার বিষয়টি ভালভাবে নিচ্ছেন না পাক ক্রিকেটপ্রেমীরা। অনেকেই ট্যুইট করে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের পাকিস্তানে গিয়ে খেলার আর্জি জানিয়েছেন।


ভারতের অধিনায়ক বিরাট এখনও পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলেননি। প্রাক্তন অধিনায়ক ধোনি অবশ্য ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন। তখন তাঁর লম্বা চুল ছিল। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ধোনির চুলের প্রশংসা করেছিলেন। কিন্তু তারপর থেকে আর পাকিস্তান সফরে যায়নি ভারত। নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয়, সেই কারণেই বিশ্ব একাদশে ভারতের কোনও ক্রিকেটারকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন আইসিসি সিইও ডেভ রিচার্ডসন। তবে পাক ক্রিকেটপ্রেমীরা ভারতীয় ক্রিকেটারদের সেদেশে খেলতে দেখতে চাইছেন।