ভারতের অধিনায়ক বিরাট এখনও পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলেননি। প্রাক্তন অধিনায়ক ধোনি অবশ্য ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন। তখন তাঁর লম্বা চুল ছিল। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ধোনির চুলের প্রশংসা করেছিলেন। কিন্তু তারপর থেকে আর পাকিস্তান সফরে যায়নি ভারত। নিরাপত্তা নিয়ে যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয়, সেই কারণেই বিশ্ব একাদশে ভারতের কোনও ক্রিকেটারকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন আইসিসি সিইও ডেভ রিচার্ডসন। তবে পাক ক্রিকেটপ্রেমীরা ভারতীয় ক্রিকেটারদের সেদেশে খেলতে দেখতে চাইছেন।