মুম্বই: দ্বিপাক্ষিক সিরিজে আপত্তি আগেই ছিল। এবার আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানকে এড়িয়ে যেতে চাইছে বিসিসিআই। ভবিষ্যতে কোনও টুর্নামেন্টে ভারত-পাকিস্তানকে যাতে এক গ্রুপে না রাখা হয়, আইসিসি-কে সেই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
উরি হামলা এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর দু দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে শুক্রবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভার ফাঁকে ভারত-পাক ম্যাচ নিয়েও আলোচনা হয়। এরপর বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘পাকিস্তানকে কোণঠাসা করার জন্য সরকার এক নতুন কৌশল নিয়েছে। সেটা এবং দেশের মানুষের আবেগের কথা মাথায় রেখেই বহুদেশীয় প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে না রাখার জন্য আইসিসি-কে অনুরোধ জানিয়েছি আমরা।’
আগামী বছর ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা হোক এটা চাইছে না বিসিসিআই। তবে সেমি-ফাইনালে যদি দু দেশ মুখোমুখি হয়, তাহলে আপত্তি করবে না বিসিসিআই।
২০০৭ সালের পর থেকে আর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারতীয় দল। তবে অন্য প্রতিযোগিতায় দু দেশ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক টুর্নামেন্টগুলিতে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রেখেছিল আইসিসি। তবে এবার সেটাও চাইছে না বিসিসিআই।
আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানকে এড়াতে চাইছে বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2016 09:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -