করাচি: পেসারদের জন্য আচরণবিধি সহ একগুচ্ছ নিয়ম জারি করে আইসিসি ক্রিকেটের আকর্ষণ নষ্ট করে দেওয়ার পথে হাঁটছে। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর মতে, আইসিসি-কে বুঝতে হবে, পেসারদের সঙ্গে ব্যাটসম্যানদের টক্করই খেলার সেরা আকর্ষণ। কিন্তু পেসারদের নিয়মের জালে বেঁধে ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা করে দেওয়া হচ্ছে। এই কারণেই এখন আর অতীতের মতো ভাল মানের পেসার দেখা যাচ্ছে না।
খেলোয়াড় জীবনে মাঠে আগ্রাসী মেজাজ দেখানোর জন্য বিখ্যাত ছিলেন শোয়েব। তিনি পেসারদের আগুনে মেজাজই দেখতে চান। শোয়েবের দাবি, আইসিসি চেষ্টা করেও পেসারদের শান্ত করতে পারবে না। তাঁরা খেলার সময় আবেগ দেখাবেন। এটাই স্বাভাবিক ঘটনা। সেটা দেখার জন্যই দর্শকরা মাঠে আসেন। ব্যাটে-বলে যখন লড়াই হয়, তখন বোলারদের স্বাভাবিক প্রতিক্রিয়া নিয়মে বেঁধে দেওয়া যায় না। ছয়, সাত বা আটের দশকে এত নিয়মের বেড়াজাল ছিল না। পেসাররা তাই খোলা মনে খেলতে পারতেন। সেই কারণেই মানুষ এখনও তাঁদের মনে রেখেছেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমও শোয়েবের সঙ্গে এ বিষয়ে একমত। তাঁর মতে, বোলার ও ব্যাটসম্যান একে অপরের দিকে কড়া চোখে তাকাবেন, ব্যাটে-বলে লড়াই জমবে, এসব দেখতে ভাল লাগে। এটাই ক্রিকেটের সৌন্দর্য। নিয়ম করে সেটা নষ্ট করে দেওয়া উচিত নয়।
ফাস্ট বোলার তো মাঠে আগুনে মেজাজ দেখাবেই! শোয়েব আখতার
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2016 09:06 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -