নয়াদিল্লি: কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনায় এবার যোগ দিলেন শেন ওয়ার্নও। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন বিখ্যাত স্পিনার আবার অন্তত একটি বিষয়ে সচিনের চেয়ে বিরাটকে এগিয়ে রাখছেন। ওয়ার্নের মতে, ‘একদিনের ক্রিকেটে রান তাড়া করার সময় বিরাট যত শতরান করেছে, সেটা সচিনও করতে পারেনি। আমাদের প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সচিন ও ব্রায়ান লারা সর্বকালের সেরাদের অন্যতম। কিন্তু বিরাট ও এবি ডিভিলিয়ার্সকে আলাদা করা যাবে না। বিরাট কারও চেয়ে পিছিয়ে নেই। ও যেভাবে খেলে, তাতে ১০ বছর পরে সচিনের সঙ্গেই ওর নাম উচ্চারিত হবে।’
ভারতের আসন্ন ইংল্যান্ড সফরেও বিরাট সফল হবেন বলেই মনে করেন ওয়ার্ন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘একমাত্র ইংল্যান্ডেই এখনও পর্যন্ত বিরাট ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। আমার মনে হয়, এবার ও ইংল্যান্ডে ভাল খেলবে। ইংল্যান্ডে অবিশ্বাস্য খেলার পর ও অস্ট্রেলিয়া সফরেও ভাল খেলবে। এর আগের অস্ট্রেলিয়া সফরে ও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল। অ্যাডিলেডে ও ভারতকে প্রায় ম্যাচ জিতিয়েই দিচ্ছিল। বিরাট কোহলির খেলা দেখতে আমার ভাল লাগে।’
ভারতের বর্তমান দলেরও প্রশংসা করেছেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘আমি যখন খেলতাম, ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে দ্রুতগতির বাউন্সে ভরা উইকেটে সমস্যায় পড়ত। সেই সময় ভারতের পেস বোলিং ভাল হলেও, স্পিনারদের সমমানের ছিল না। কিন্তু এখন দেখছি ভারতের কয়েকজন পেসার বিশ্বের সেরাদের অন্যতম। তাই দ্রুতগতির ও বাউন্সি উইকেটে বিরাটকে শুধু স্পিনারদের উপর নির্ভর করে থাকতে হয় না। কঠিন পরিস্থিতিতে ভারতের পেসাররা রিভার্স স্যুইং, গতি, শর্ট বল ব্যবহার করে সাফল্য আদায় করতে পারে। স্পিনার ও ব্যাটসম্যানরা তো ভালই। ভারতের বর্তমান দলের দক্ষতা প্রমাণিত। তাই স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে এই প্রথম ফেভারিট হিসেবে খেলতে নামবে ভারত।’
রান তাড়া করার ক্ষেত্রে সচিনের চেয়ে এগিয়ে বিরাট: ওয়ার্ন
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2018 04:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -