শাহরুখ হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আগের ম্যাচের পর আমাকে হতাশ দেখে অধিনায়ক দীনেশ কার্তিক হাসতে বলে। এই ছবিটা ওর জন্য। আন্দ্রে রাসেল, প্রসিদ্ধ কৃষ্ণ, সুনীল নারিন এবং কেকেআর দলকে ধন্যবাদ।’
পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর ৬ উইকেটে ২৪৫ রান করে। সুনীল নারিন ৩৬ বলে ৭৫ এবং কার্তিক ২৩ বলে অর্ধশতরান করেন। এই ম্যাচে বোলাররা অবশ্য ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। লোকেশ রাহুল ২৯ বলে ৬৬ এবং রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ৪৫ রান করেন। শেষপর্যন্ত ৩১ রানে জয় পায় কেকেআর। প্লে-অফে যেতে হলে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে কার্তিকদের।