মুম্বই: বীরেন্দ্র সহবাগের তুলনায় বেশি প্রতিভাবান ছিল ইমরান নাজির। কিন্তু, নিজের মাথা না খাটানোর জন্য এবং দেশের ক্রিকেট বোর্ডের অবহেলার ফলে কাঙ্খিত সাফল্য পায়নি। বক্তা পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, আমার মনে হয় না সহবাগের মতো মাথা ছিল ইমরানের। একইভাবে মনে হয় না, ইমরানের মতো প্রতিভাবান ছিল সহবাগ। সত্যি বলতে, প্রতিভা নিয়ে দুজনের কোনও তুলনাই হয় না। আমরা ওকে(নাজির) আটকে রাখার চেষ্টা করেছিলাম।
ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে যখন ইমরান দুরন্ত শতরান করল, আমি বলেছিলাম, একে ধারাবাহিকভাবে খেলাতে হবে। কিন্তু ওরা (পাক ক্রিকেট বোর্ড) আমার কথা শোনেনি।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে মাত্র ৮টি টেস্ট খেলেছেন নাজির। সেখানে সে ৪২৭ রান করেন। এছাড়া, ৭৯টি একদিনের ম্যাচে করেন ১৮৯৫ রান। অন্যদিকে, সহবাগ ১০৪টি টেস্ট ম্যাচে ৮৫৮৬ রান করেন। ২৫১ টি একদিনের ম্যাচে সহবাগের সংগ্রহ ৮২৭৩ রান।
দেশের প্রতিভাবান ক্রিকেটারদের ঠিকমতো পালন না করতে পারার জন্য পিসিবিকে একহাত নেন শোয়েব। বলেন, এটা দুঃখের বিষয় যে আমরা আমাদের হাতে থাকা প্রতিভাবানদের ঠিকমতো খেয়াল রাখি না। ইমরান নাজিরের মাধ্যমে আমরা হয়ত সহবাগের তুলনায় একজন ভাল ক্রিকেটার পেয়ে যেতাম। ওর হাতে সবধরনের শট ছিল। ভাল ফিল্ডার ছিল। আমরা ওকে দুরন্তভাবে ব্যবহার করতেই পারতাম। কিন্তু, তা হয়নি।
শোয়েব জানান, নাজিরের ক্রিকেট কেরিয়ার গড়ে তোলার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। কোচ থাকাকালীন, যখনই ইমরান খেলত, ড্রেসিং রুম থেকে তীক্ষ্ন নজর রাখতেন মিয়াঁদাদ। খারাপ শট খেললেই, নাজিরকে মনযোগ বাড়ানোর নির্দেশ দিতেন।